Begin typing your search above and press return to search.

ত্ৰিপুরায়ও এনআরসি-র দাবি,সুপ্ৰিমকোর্টের নোটিশ কেন্দ্ৰকে

ত্ৰিপুরায়ও এনআরসি-র দাবি,সুপ্ৰিমকোর্টের নোটিশ কেন্দ্ৰকে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Oct 2018 11:39 AM GMT

আগরতলাঃ বিজেপি শাসিত রাজ্য ত্ৰিপুরায় জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)দাবিটি ক্ৰমেই জমে উঠছে,রাজ্যের একটি উপজাতি রাজনৈতিক দল ওই দাবি নিয়ে সুপ্ৰিমকোর্টের দ্বারস্থ হওয়ায়। এনআরসি নবায়নে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়ার জন্য দলটি সুপ্ৰিমকোর্টের কাছে আর্জি জানিয়েছে। অন্য একটি দল সোমবার বলেছে,সীমান্ত রাজ্যটিতে এনআরসি-র ব্যবস্থা করার জন্য তারা আন্দোলন জোরদার করে তুলবে।

ত্ৰিপুরা আইন বিভাগের একজন কর্মকর্তার মতে,সুপ্ৰিমকোর্ট অবৈধ অনুপ্ৰবেশকারী চিহ্নিত করতে ত্ৰিপুরায় এনআরসির ব্যবস্থা করার দাবি নিয়ে করা পিটিশনের প্ৰেক্ষিতে কেন্দ্ৰ ও রাজ্য সরকারের কাছে মতামত চেয়েছে। ‘ত্ৰিপুরার হয়ে সুপ্ৰিমকোর্টের স্ট্যান্ডিং কাউন্সিলে থাকা গোপাল সিং রাজ্যের আইন বিভাগকে অবগত করেন যে শীর্ষ আদালত কেন্দ্ৰ ও রাজ্য সরকার,রেজিস্ট্ৰার জেনারেল এবং ভারতের সেনসাস কমিশনারের উদ্দেশে নোটিশ ইস্যু করে অবিলম্বে এনআরসি ইস্যু নিয়ে তাদের মতামত জানতে চেয়েছে’-বলেন ত্ৰিপুরা আইন বিভাগের ওই আধিকারিক। তিনি বলেন,রাজ্যের ভূমিপুত্ৰ রাজনৈতিক দল ত্ৰিপুরা পিপলস ফ্ৰন্ট রাজ্যে এনআরসির ব্যবস্থা করার দাবি জানিয়ে প্ৰস্তাব রাখার প্ৰেক্ষিতে শীর্ষ আদালত ওই নির্দেশ দেয়।

অন্যদিকে,রাজ্যের পুরনো উপজাতি দল ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অফ ত্ৰিপুরার(আইএনপিটি)নেতারা গত সপ্তাহে দিল্লিতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে এনআরসি-র ব্যবস্থা করার আর্জি জানান। রাজ্যে এনআরসি নবায়ন করা না হলে তারা আন্দোলন জোরদার করার হুমকি দিয়েছে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অবশ্য তাদের আশ্বাস দিয়েছেন অসমের পর ত্ৰিপুরায়ও এনআরসি নবায়নের ব্যবস্থা করা হবে।

Next Story
সংবাদ শিরোনাম