Begin typing your search above and press return to search.
ত্ৰিপুরায় এনআরসি-র দাবি আঞ্চলিক দলগুলির

আগরতলাঃ ত্ৰিপুরায় শাসক দলের শরিক জোট ইন্ডিজেনাস পিপলস ফ্ৰন্ট অব ত্ৰিপুরা(আইপিএফটি)সহ আঞ্চলিক দলগুলি এবং বিরোধী ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অফ ত্ৰিপুরা(আইএনপিটি)ত্ৰিপুরায় জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)দাবি জানিয়েছে।
রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্ৰী মেবার কুমার জামাতিয়া,যিনি আইপিএফটির সাধারণ সম্পাদক,অসমের মতো অনুরূপ ধাঁচে রাজ্যে এনআরসি প্ৰস্তুত করার দাবি জানান। অসম ও ত্ৰিপুরার জনবিন্যাসগত কাঠামো প্ৰায় অনুরূপ। আইএনপিটি নেতা জগদীশ দেববর্মা আরও এক ধাপ এগিয়ে ৫১ সালের ভিত্তিতে রাজ্যে এনআরসি প্ৰস্তুত করার দাবি জানান।
Next Story