প্ৰথম ত্ৰিপুরায় এসে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার ৪ লেনযুক্ত ৮নং জাতীয় সড়ক উদ্বোধন করেন। তিনি আশা করেন ফেনি নদীর উপর সেতুর কাজ শেষ হলে এই পথ বাংলাদেশের চট্টগ্ৰাম সমুদ্ৰ বন্দরের সঙ্গে ত্ৰিপুরার সংযোগ স্থাপন করবে। গোটা উত্তরপুবের পরিকাঠানো বিকাশে কেন্দ্ৰ অগ্ৰাধিকার দিচ্ছে।
ত্ৰিপুরায় চারলেনের হাইওয়ে উদ্বোধন করলেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ

Next Story