ত্ৰিপুরায় বিক্ষোভের মুখে পড়ে সভা না করেই ফিরে গেলেন মানিক সরকার

ত্ৰিপুরায় বিক্ষোভের মুখে পড়ে সভা না করেই ফিরে গেলেন মানিক সরকার

আগরতলাঃ লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে প্ৰচার অভিযান যখন জমে উঠতে শুরু করেছে সেই সময় ত্ৰিপুরার বিভিন্ন স্থানে বেশকটি হিংসশ্ৰয়ী ঘটনার রিপোর্ট পাওয়া গেছে। দেখা গেছে,এই সব হিংসাশ্ৰয়ী ঘটনায় অধিকাংশ ক্ষেত্ৰেই বিরোধী দলের প্ৰার্থী ও সমর্থকদের আক্ৰমণের নিশানা করা হয়েছে।

সম্প্ৰতি এধরনেরই একটি ঘটনার রিপোর্ট পাওয়া গেছে সিপাহিজোলার বিশালগড় এলাকা থেকে। রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা বিরোধী নেতা মানিক সরকার এবং কংগ্ৰেস প্ৰার্থী সুবল ভৌমিককে ওই জেলার দুটো পৃথক স্থানে আক্ৰমণের মুখ পড়তে হয়। নির্ধারিত নির্বাচনী সভা না করেই তাঁরা ফিরে আসতে বাধ্য হন। প্ৰথম ঘটনাটি ঘটে ধনপুরে। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মানিকবাবু ওখানেই গিয়েছিলেন পশ্চিম ত্ৰিপুরা কেন্দ্ৰের সিপিএম প্ৰার্থী শঙ্কর প্ৰসাদ দত্তের পক্ষে প্ৰচার চালাতে।

মানিকবাবু ধনপুরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বিজেপি সমর্থকদের একটি দল ওখানে জমায়েত হয়ে তাঁকে কালো পতাকা দেখায়। তারা ‘গো ব্যাক মানিক সরকার’ বলে শ্লোগান দিতে থাকে। ওখানে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের ঘিরে ফেলেলেও তাদের সরাতে পারেনি। দেখতে দেখতে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। তারা মানিক সরকার যে মঞ্চে ভাষণ দেবার কথা ছিল সেই মঞ্চ লক্ষ্য করে পাথর ছুঁড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি বেগতিক দেখে সভা না করে মানিকবাবু আগরতলা ফিরে যান।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com