Begin typing your search above and press return to search.

দক্ষিণ চিনে সামুদ্ৰিক ঝড়ের আশঙ্কায় লক্ষাধিক লোককে নিরাপদ আস্তানায় সরিয়ে নেওয়া হলো

দক্ষিণ চিনে সামুদ্ৰিক ঝড়ের আশঙ্কায় লক্ষাধিক লোককে নিরাপদ আস্তানায় সরিয়ে নেওয়া হলো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 Sep 2018 12:11 PM GMT

উত্তর ফিলিপিন্সে রবিবার প্ৰবল সামুদ্ৰিক ঝড় মাংখাট বয়ে যায়। দক্ষিণ চিনেও প্ৰবল ঝড়ের সম্ভাবনায় সতর্ক সংকেত জারি করা হয়। দক্ষিণ চিনে ঝড়ের পূর্বাভাস ঘোষণা করার পরই চিনের গুয়াংডং প্ৰদেশ থেকে ২.৪ মিলিয়ন মানুষকে নিরাপদ আস্তানায় সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের আশঙ্কায় প্ৰায় ৫০ হাজার মাছ ধরার নৌকো চালকদের বন্দরে ফিরে আসার নির্দেশ দেন কর্তৃপক্ষ। হকং-এর আরটিএইচকে-এর এক সম্প্ৰচারে বলা হয়েছে ‘মাংখাট’ সামুদ্ৰিক ঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। ঝড়ের আশঙ্কায় ওই অঞ্চলের জনগণকেও সতর্ক করে দেওয়া হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম