Begin typing your search above and press return to search.

দক্ষিণ পূর্ব এশিয়ায় তেল রপ্তানির ক্ষেত্ৰে অসম উৎস কেন্দ্ৰ হতে পারেঃ প্ৰধান

দক্ষিণ পূর্ব এশিয়ায় তেল রপ্তানির ক্ষেত্ৰে অসম উৎস কেন্দ্ৰ হতে পারেঃ প্ৰধান

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 March 2019 8:30 AM GMT

গুয়াহাটিঃ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পেট্ৰোল,ডিজেল এবং হাইড্ৰোকার্বন জাত অন্যান্য সামগ্ৰী রপ্তানি করার জন্য অসমকে উৎসকেন্দ্ৰ হিসেবে রূপান্তরের লক্ষ্যে কেন্দ্ৰীয় সরকার একটি উচ্চাশামূলক প্ৰকল্প হাতে নিয়েছে। কেন্দ্ৰীয় পেট্ৰোলিয়াম মন্ত্ৰী ধর্মেন্দ্ৰ প্ৰধান একথা জানান। শুক্ৰবার মহানগরীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অসমের বিভিন্ন অংশে গড়ে তোলা আটটি হাইড্ৰোকার্বন প্ৰকল্প রাষ্ট্ৰের উদ্দেশে উৎসর্গ করে প্ৰধান বলেন,তাঁর মন্ত্ৰক তেল উৎপাদনকারী কোম্পানিগুলিকে তাদের লাভের অংশ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্ৰয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য বিনিয়োগ করতে বলেছে যাতে করে এই অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির হাইড্ৰো কার্বনের চাহিদা মেটাতে সক্ষম হয়।

তিনি বলেন,গুয়াহাটি,ডিগবয় এবং বঙাইগাঁওয়ে বর্তমানে থাকা শোধনাগার এবং রাজ্যের নুমলিগড় শোধনাগার সম্প্ৰসারণের মাধ্যমে অসম পর্যাপ্ত পরিমাণে পেট্ৰোল,ডিজেল পড়শি বাংলাদেশ,মায়ানমার ও ভুটানে সরবরাহ করতে পারবে। অসমের অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষ্যে তেল উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে প্ৰধান বলেন,উত্তর পূর্বাঞ্চলে গ্যাসের প্ৰচুর সঞ্চিত ভাণ্ডার রয়েছে এবং এরজন্য প্ৰয়োজন পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা,যাতে গ্যাস উত্তোলন করা সম্ভব হয়। পেট্ৰোলিয়াম মন্ত্ৰী আরও জানান,তেল কোম্পানিগুলি আগামি দিনে এজাতীয় পরিকাঠামো গড়ে তুলতে ১০০০ কোটি টাকা বিনিয়োগে রাজি হয়েছে।

প্ৰধান যে আটটি প্ৰকল্প রাষ্ট্ৰের উদ্দেশে অর্পণ করেছেন সেগুলি হলো,নাহরকটিয়া-বারুনি ক্ৰুড অয়েল পাম্প স্টেশনের উন্নীতকরণ,গ্ৰিনফিল্ড,ডিগবয়ে রেল ফেড পোল স্টোরেজ টার্মিনাল,শিলচরে এলপিজি বটলিং প্ল্যান্টের ক্ষমতা বৃদ্ধি,জিজিএস বরহোলা থেকে যোরহাট ক্ৰুড অয়েল ট্ৰ্যাংক পাইপলাইন পাল্টানো,উত্তর গুয়াহাটির এলপিজি বটলিং প্ল্যান্টের ক্ষমতা বৃদ্ধি,লাখমনিতে এফুলেন্ট ট্ৰিটমেণ্ট প্ল্যান্ট-কাম ওয়াটার ইনজেকশন প্ল্যান্ট,নুমলিগড় শোধনাগারে ব্যাপক হারে এলপিজি স্টোরেজের ব্যবস্থা এবং শিবসাগরে স্বর্গদেও চাওলুং চুকাফা মাল্টি স্পেশালিটি হসপিটাল। প্ৰধান গুয়াহাটিতে কেবি মালব্য ন্যাশনাল অয়েল মিউজিয়ামের কাজ শুরুর কথাও ঘোষণা করেন। এই মিউজিয়ামে ভারতে পেট্ৰোলিয়াম ইন্ডাস্ট্ৰির সমৃদ্ধ ইতিহাস ও পরম্পরাকে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রেখে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি দাবি করেন,বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন দ্ৰুতগতিতে এগোচ্ছে বিভিন্ন ক্ষেত্ৰে বিনিয়োগের মাধ্যমে।

Next Story
সংবাদ শিরোনাম