দরং জেলার দিপিলার গভরাতে আজ চালু হলো দরঙের প্ৰথম বৃদ্ধাশ্ৰম। মঙ্গলদৈয়ের বাসিন্দা তথা গভরার সুসন্তান হেরম্ব নাথ বরা তাঁর বাবা প্ৰয়াত তুলসীনাথ বরার স্মৃতিতে পৈতৃক ভিটে সহ ১২ বিঘা জমি সমাজসেবী ড.স্বর্ণা দেবী নেতৃত্বাধীন থ্ৰি মাডার্স এনজিওকে বৃদ্ধাশ্ৰমটি দান করেন। সহস্ৰাধিক লোকের উপস্থিতিতে বৃদ্ধাশ্ৰমটি উদ্বোধন করেন দুনি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরৎচন্দ্ৰ শহরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে অসম সাহিত্য সভার মুখপাত্ৰ সহির ভুঁঞা বলেন,ড.স্বর্ণা দেবী সমাজের কল্যাণে বিশেষ করে মহিলাদের উত্তরণের জন্য বরাবরই ভাল কাজ করে এসেছেন।
সভায় মঙ্গলদৈ প্ৰেস ক্লাবের সভাপতি আব্দুল খালেক বলেন,অভিভাবকরা ছেলে মেয়েকে ডাক্তার,ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে চান। কিন্তু প্ৰকৃত সুমানুষ না হওয়ার জন্যেই আজ বৃদ্ধাশ্ৰমের প্ৰয়োজন দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।