শিবসাগরঃ একই পরিবারের ৫ ব্যক্তি শনিবার সন্ধ্যায় গাড়ি সহ দিখৌ নদীতে ডুবে যাওয়ার ঘ্টনায় শোকের ছায়া নেমে আসে শিবসাগরে।
প্ৰাপ্ত খবরে জানা গেছে, গুয়াহাটির বেলতলা জয়ানগরের বাসিন্দা হরেন বরা (৫২) নিজের সুইফট ডিজায়ার গাড়ি নিয়ে গৌরীসাগরে নিজের পৈতৃক ভিটেতে এসেছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। দুর্ঘটনার সময় তার স্ত্ৰী ফুনু বরা (৪৫),কন্যা চিম্পি বরা (২১), মুনমি বরা (১৮) এবং বরার মা পানৌ বরা (৮৬) গাড়িতেই ছিলেন। সন্দেহ করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্ৰণ হারিয়ে সড়ক থেকে দিখৌ নদীতে পড়ে যায়। এস ডি আর এফ দল রবিবার ঘ্টনাস্থলে এলেও প্ৰতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটে।