মুখোশধারী ৬ জনের একটি ডাকাত দল আজ বিকেল ৩-৩০ মিনিট নাগাদ দিল্লির একটি ব্যাংকে ঢুকে ৩ লক্ষ টাকা লুট করে। পালাবার আগে ব্যাংকের ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করে ডাকাতরা। ব্যাংকের সিসি টিভি ক্যামেরায় আটকা পড়ে এই শোকাবহ ঘটনা। সিসি টিভির ৯০ সেকেন্ডের ফুটেজে দেখা গেছে ডাকাতরা ব্যাংক রক্ষীর কাছ থেকে রাইফেলটি ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে এবং লুট করা টাকা নিয়ে পালাবার আগে ক্যাশিয়ারকে গুলিতে উড়িয়ে দেয়। পশ্চিম দিল্লির চাওলা টাউনে কর্পোরেশন ব্যাংকে ঘটে এই লোমহর্ষক ঘটনা। গত ১০ বছরে দিল্লিতে ব্যাংক ডাকাতির ঘটনা এটাই প্ৰথম। ছয় ডাকাত বাইকে পালাবার সময় ব্যাংকের বাইরে গুলি চালালে অন্যান্য ৫ জন আহত হন। পুলিশ জানিয়েছে এখবর। একজন সিনিয়র পুলিশ কর্তা জানান,‘নিহত সন্তোষ কুমার(৪৫)ইন্ডিয়ান এয়ারফোর্সের কর্মী ছিলেন। অবসর নেবার পর ব্যাংকের কাজে যোগ দিয়েছিলেন। এই ঘটনায় ছয় জন জড়িত রয়েছে। এদের খোঁজে নেমেছে পুলিশ’।
পুলিশ জানাচ্ছে,ডাকাতরা ব্যাংকে ঢুকেই কর্মীদের হুমকি দেয়। ক্যাশিয়ার তাদের বাধা দেওয়ায় তারা তার বুকে গুলি চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যাশিয়ারকে রক্তাক্ত অবস্থায় দেখে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। টাকা ছাড়াও রক্ষীর রাইফেলটি ডাকাতরা নিয়ে যায়।