নয়াদিল্লিঃ দিল্লির প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এবং বিজেপি-নেতা প্ৰয়াত মদন লাল খুড়ানার অন্ত্যেষ্টি রবিবার দিল্লিতে সম্পন্ন করা হয়। উপরাষ্ট্ৰপতি এম ভেংকাইয়া নাইডু,বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আডবাণী,কেন্দ্ৰীয় মন্ত্ৰী অরুণ জেটলি,রাজনাথ সিং,সুষমা স্বরাজ,হর্ষবর্ধন,রবিশঙ্কর প্ৰসাদ এবং বিজয় গোয়েল অন্যান্যদের সঙ্গে নিগম বোধ ঘাটে অন্ত্যেষ্টিতে উপস্থিত থাকেন। লেফটেনাণ্ট গভর্নর অনিল বাইজাল এবং সহস্ৰাধিক বিজেপি কর্মী খুড়ানাকে শেষ শ্ৰদ্ধা জানান। শনিবার রাত ১১টায় দিল্লিতে নিজের বাড়িতেই খুড়ানার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৯৩-৯৬ সাল পর্যন্ত তিনি দিল্লির মুখ্যমন্ত্ৰী ছিলেন। স্ত্ৰী,এক পুত্ৰ ও দুই কন্যা রেখে গেছেন তিনি।
দিল্লির প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মদন লাল খুড়ানার অন্ত্যেষ্টি সম্পন্ন

Next Story