গুয়াহাটিঃ রাজধানী দিল্লির প্ৰাণকেন্দ্ৰে সোমবার হোটেল রয়েল প্লাজায় আগুন লাগে। প্ৰচার মাধ্যমের রিপোর্ট আনু্যায়ী অশোকা রোডে থাকা হোটেল রয়েল প্লাজার প্ৰথম তলায় আজ হঠাৎ আগুনের সূত্ৰপাত ঘটে। পাঁচটি দমকল ইঞ্জিন আগুন নেভানোর জন্য লড়াই চালাচ্ছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। কি করে আগুন লাগলো সে সম্পর্কেও এই মুহূর্তে কিছুই জানানো হয়নি।