ভুবনেশ্বরঃ ভারত পরমাণু অস্ত্ৰ বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্ৰটি রবিবার সফলভাবে উৎক্ষেপণ করল ওড়িশার উপকূল থেকে। স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য ৫০০০ কিমি দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্ৰটি লঞ্চ প্যাড থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। খবর প্ৰতিরক্ষা মন্ত্ৰকের।
Begin typing your search above and press return to search.