Begin typing your search above and press return to search.

ধুবড়িতে তৃণমূল প্ৰার্থীর পক্ষে ভোট চাইলেন মমতা

ধুবড়িতে তৃণমূল প্ৰার্থীর পক্ষে ভোট চাইলেন মমতা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 April 2019 12:50 PM GMT

ধুবড়িঃ তৃণমূল কংগ্ৰেস সুপ্ৰিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি শুক্ৰবার ধুবড়ি লোকসভা কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী নুরুল ইসলাম চৌধুরীর পক্ষে প্ৰচার চালান। ধুবড়ি স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

নিজের ভাষণে মমতা সরাসরি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে বিঁধেন। রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাকেও আক্ৰমণ করেন। সারদা চিটফান্ডের প্ৰধান সুদীপ্ত সেনের বিবৃতি থাকা একটি কাগজ উঁচিয়ে ধরে মমতা বলেন,শর্মা সারদার কাছ থেকে ৩ কোটি টাকা নিয়েছিলেন বলে সেনের ওই বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

ধুবড়ি সংসদীয় কেন্দ্ৰের মুসলিম ও বাঙালি সংখ্যালঘু ভোটারদের আকর্ষণ ও হৃদয় জয় করার লক্ষ্যে মমতা বলেন,সংখ্যালঘু সম্প্ৰদায়ের মানুষদের বিদেশি সাজানোর একটা সুপরিকল্পিত ষড়যন্ত্ৰ রচনা করা হয়েছিল,যা এখনও চলছে।

তিনি বলেন,এনআরসি-র চূড়ান্ত খসড়া থেকে যে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তাদের অধিকাংশই হয় ধর্মীয় সংখ্যালঘু অথবা ভাষিক সংখ্যালঘু সম্প্ৰদায়ের। এই সব মানুষ এখন দুঃসহ জীবন কাটাচ্ছেন। বাঙালি হিন্দুদের উদ্দেশে মমতা বলেন,এনআরসি ছুট ৪০ লক্ষের মধ্যে ২২ লক্ষ বাঙালি হিন্দু রয়েছেন। আপনারা বিজেপি-র নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বোকা সাজবেন না। কারণ এই বিল সংশোধন হলে আপনাদের আরও ঝামেলার মুখে ঠেলে দেবে’-বলেন মমতা। নাগরিকত্ব বিল সম্পর্কে নিজের মতামতও তুলে ধরেন তিনি। তাঁর মতে,‘১৯৭১ সালের ২৪ মার্চের আগে যারা অসমে এসেছেন তারা এখানকার ভোটার,ব্যাংক অ্যাকাউন্ট,জন্মের প্ৰমাণপত্ৰ রয়েছে তাদের। তারা এদেশের ন্যায্য নাগরিক’। ‘কিন্তু বিল যদি পাস হয় আপনারা ফের বিদেশি হয়ে যাবেন এবং সরকার ছবছর পর নাগরিকত্ব দেবে। তখন আপনারা মুসলিম না হিন্দু বাঙালি কোনটাই দাবি করতে পারবেন না’-উল্লেখ করেন তিনি।

তাই ‘আমি আপনাদের তৃণমূল প্ৰার্থী নুরুল ইসলাম চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি’-যাতে এই চক্ৰান্তের বিরুদ্ধে লড়াই চালাতে আমাদের হাত শক্ত হয়’-বলেন মমতা।

Next Story
সংবাদ শিরোনাম