নগাঁওয়ের নাট্যশিল্পি রণদীপ নন্দী দিল্লিতে পুরস্কৃত

নগাঁওয়ের নাট্যশিল্পী, সমাজসেবক নাট্যাভিনেতা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। খুব সাধারণ অথচ বাস্তব সমাজের উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে নিজেই নাটক রচনা করেন এই ব্যাক্তি নাম রণদীপ নন্দী। সমাজের বিভিন্ন লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা রণদীপবাবুকে এবার রাষ্ট্রীয় পর্যায়ে সন্মান জানানো হল। গত ৯ ও ১০ ডিসেম্বর দিল্লিতে ভারতীয় দলিত সাহিত্য একাডেমির উদ্যোগে আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ সভায় তাঁকে আম্বেদকর ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ড-2018 দেয়া হয়।
উল্লেখ্য সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে নিয়ে দীর্ঘদিনধরে নাটকের মাধ্যমে সমাজে তুলে ধরছেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা। নন্দীকে একাডেমির তরফে বিপুল সম্মান জানানো হয় বলে জানা গেছে। জানা গেছে রানদীপবাবুর হাতে লেখা র্যাগিং, অস্থিত্ত, রিক্সাওয়ালা ইত্যাদি নাটক বিভিন্ন মহলে বেশ সমাদর লাভ করেছে । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী এবং ঝাড়খণ্ডের মন্ত্রী ।