গুয়াহাটিঃ নগাঁওয়ে শুক্ৰবার সকালে একটি পুকুরের জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কমপক্ষে ৬ জন জেলের মৃত্যু হয়। আহত হন অন্যান্য আরও কয়েকজন। হাই ভল্টেজের একটি তার পুকুরের জল স্পর্শ করায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ জানাচ্ছে,নগাঁওয়ের জুরিয়া থানা এলাকার রূপহীতে এই দুর্ঘটনাটি ঘটে। ১১ হাজার হাইভল্টের একটি তার ঢিলে হয়ে পুকুরের ওপর ঝুলে পড়ায় এবং তারের কিছু অংশ জল স্পর্শ করায় জলে বিদ্যুৎ প্ৰবাহ শুরু হয়। তবে গ্ৰামবাসীদের মতে,তারা বিষয়টি স্থানীয় বিদ্যুৎ কার্যালয়কে জানালে কার্যালয়ের তরফে আশ্বাস দেওয়া হয় যে ওই লাইনটি মৃত এবং ওই তারের মাধ্যমে কোনও বিদ্যুৎ প্ৰবাহ হবে না। ওদিকে কয়েকজন জেলে হাইভল্টেজ তার জলে পড়ে থাকার কথা না জেনে স্নান করতে পুকুরে নামলে সরাসরি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ৬ জন।। আহতদের নগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে-জানায় পুলিশ। এই ঘটনার পর উন্মত্ত জনতা লাঠি ইত্যাদি নিয়ে বিদ্যুৎ কর্তার বাড়িতে গিয়ে তার গাড়িটি ভাঙচুর করে।