Begin typing your search above and press return to search.
নগাঁও কাগজ কলের সিনিয়র অফিসারের আত্মহত্যা

জাগিরোডঃ নগাঁও কাগজ কলের(এনপিএম)একজন সিনিয়র অফিসার বিশ্বজিৎ মজুমদার(৫৮)সোমবার এখানে তাঁর কোয়ার্টারে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সূত্ৰটি বলেছে,তাঁর একজন সহযোগী টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলতে চাইলে কোনও সাড়া শব্দ পাননি। এরপরই সহযোগীটি কোয়ার্টারে ছুটে গিয়ে মজুমদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
মায়ং রাজস্ব সার্কলের অফিসার সংঘমিত্ৰা বরুয়া এবং জাগিরোড পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। সূত্ৰটি বলেছে,কাগজ কলের কর্মীরা গত ২৭ মাস ধরে তাদের বেতন পাচ্ছেন না এবং এই ঘটনা তারই মর্মান্তিক পরিণতি বলে মনে করা হচ্ছে। মজুমদার কলকাতার বাসিন্দা। তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য মরিগাঁও অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
Next Story