Begin typing your search above and press return to search.

নগাঁও কেন্দ্ৰে প্ৰচারে নামলেন বিজেপি প্ৰার্থী রূপক শর্মা

নগাঁও কেন্দ্ৰে প্ৰচারে নামলেন বিজেপি প্ৰার্থী রূপক শর্মা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 March 2019 11:24 AM GMT

মরিগাঁওঃ নগাঁও লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী রূপক শর্মা বৃহস্পতিবার মরিগাঁও কেন্দ্ৰে তাঁর নির্বাচনী প্ৰচার অভিযান শুরু করলেন। মরিগাঁও বিহুতলি প্ৰাঙ্গণে প্ৰথম নির্বাচনী সভায় অংশ নিয়ে শর্মা বলেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির অধীনে বিজেপি দল আবার দিল্লিতে সরকার গড়বে। তিনি বলেন,নগাঁও কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী প্ৰদ্যুৎ বরদলৈকে হারিয়ে টানা পঞ্চমবারের জন্য আসনটি দখলে রাখতে সমর্থ হবে বিজেপি। বৃহস্পতিবার শর্মা মরিগাঁও শহরে পৌঁছার সঙ্গে সঙ্গে সহস্ৰাধিক দলীয় কর্মী ও সমর্থক তাঁকে স্বাগত জানান।

Next Story
সংবাদ শিরোনাম