নলবাড়িঃ রাজ্যের নলবাড়ি জেলার পানিগাঁওয়ে সোমবার একটি মিশনারি স্কুলের চত্বরে এক মহিলা কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অধ্যক্ষকে গ্ৰেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এখবর। ২০ বছর বয়সী মহিলা কর্মীর এফআইআর-এর ভিত্তিতেই অধ্যক্ষকে গ্ৰেপ্তার করা হয়। একই সঙ্গে অধ্যক্ষের বিরুদ্ধে একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে।
বেলশর থানার ওসি দীপুল বোড়ো একথা জানান। মহিলাটি ওই স্কুলের রাঁধুনির কাজ করেন। মহিলাটি এফআইআরে অভিযোগ করেছেন,অধ্যক্ষ স্কুল চত্বরে তার কক্ষে ঢুকে আচমকা তাকে ধর্ষণের চেষ্টা চালান। বোড়ো আরও বলেন,মহিলাটি কোনওক্ৰমে নিজের সম্ভ্ৰম রক্ষা করে পালিয়ে গিয়ে গ্ৰামবাসীদের জানালে গ্ৰামের ক্ৰুদ্ধ মানুষ ছুটে এসে স্কুল চত্বর ঘেরাও করেন। তারা অধ্যক্ষকে গ্ৰেপ্তারের দাবি জানাতে থাকে। তবে পুলিশ সঠিক সময়ে পৌঁছে অধ্যক্ষকে গ্ৰেপ্তার করে।