Begin typing your search above and press return to search.

নাগরিকত্ব(সংশোধনী)বিল নাগাল্যান্ডের ক্ষেত্ৰে প্ৰযোজ্য নয়ঃ রিও

নাগরিকত্ব(সংশোধনী)বিল নাগাল্যান্ডের ক্ষেত্ৰে প্ৰযোজ্য নয়ঃ রিও

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Jan 2019 11:49 AM GMT

কোহিমাঃ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিও রবিবার বলেন,নাগরিকত্ব(সংশোধনী)বিল নাগাল্যান্ডের ক্ষেত্ৰে প্ৰযোজ্য নয়,যেহেতু রাজ্য সংবিধানের ৩৭১(এ)ধারার বিধি ব্যবস্থা ও ইনার লাইন পারমিটের মাধ্যমে সুরক্ষিত অবস্থানে রয়েছে।

রিও বলেন,রাজ্য মন্ত্ৰিসভায় গত ১৮ জানুয়ারি নাগরিকত্ব বিল নিয়ে একপ্ৰস্থ আলোচনা হয়েছে। এরআগে ২০১৮-র ৫ জুন এবং ২০১৯-র ৭ জানুয়ারি রাজ্য মন্ত্ৰিসভায় গৃহীত সিদ্ধান্তের কথা ফের উল্লেখ করেন তিনি।

‘মন্ত্ৰিসভার ওই বৈঠকগুলিতে সমস্বরে এই অভিমত প্ৰকাশ করা হয়েছিল যে ‘নাগরিকত্ব(সংশোধনী)বিল নাগাল্যান্ডের ক্ষেত্ৰে প্ৰযোজ্য নয় এবং আমরা সংবিধানের ৩৭১(এ)অনুচ্ছেদের বিধি ব্যবস্থা এবং ১৮৭৩ সালের বেঙ্গল ইস্টার্ন ফ্ৰন্টিয়ার(বিইএফআর)অনু্যায়ী ইনার লাইন পারমিট(আইএলপি)-এর মাধ্যমে আমরা সুরক্ষিত রয়েছি’-বলেন রিও

তিনি আরও বলেন,১৮৭৩ সালের বেঙ্গল ইস্টার্ন ফ্ৰন্টিয়ার রেগুলেশন(বিইএফআর)অনুযায়ী ৩৭১(এ)অনুচ্ছেদের সমস্ত বিধি ও ইনার লাইন পারমিট ব্যবস্থা আরও জোরদার করার জন্য আসন্ন নাগাল্যান্ড বিধানসভার অধিবেশনে একটি প্ৰস্তাব গ্ৰহণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্ৰিসভা।

উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের স্থানীয় মানুষের অধিকার যাতে সুনিশ্চিত হয় তার জন্য অঞ্চলটির সব রাজ্যের সঙ্গে ব্যাপকভাবে আলোচনার ব্যবস্থা করতে ভারত সরকারকে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে রিও মন্ত্ৰিসভা।

উল্লেখ্য,নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্ৰায় সারা উত্তর পূর্বাঞ্চলে প্ৰতিবাদের আগুন জ্বলছে। গত ৮ জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিলটি লোকসভায় পাস হয়ে যায়। ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে আফগানিস্তান,বাংলাদেশ,পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু,শিখ,বৌদ্ধ,পার্শি ও খ্ৰিস্টানদের নাগরিকত্ব দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করতে চাওয়া হচ্ছে ওই বিলে।

Next Story
সংবাদ শিরোনাম