নাগরিকত্ব বিলের বিরুদ্ধে গর্জে উঠলো শহিদ পরিবার

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-এর বিরুদ্ধে শুক্ৰবার গুয়াহাটির রাজপথে বসে প্ৰতিবাদে সোচ্চার হলেন সারা অসম জাতীয় শহিদ পরিবার সমন্বয়রক্ষী পরিষদের সদস্যরা। বিদেশি নাগরিকের কবল থেকে অসমকে মুক্ত করতে প্ৰাণাহুতি দেওয়া শহিদ পরিবার সমন্বয়রক্ষী পরিষদের সদস্যরা শুক্ৰবার বিতর্কিত ওই বিলের বিরুদ্ধে দিশপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যেন অসমকে পড়শি দেশ থেকে আসা অবৈধ অনুপ্ৰবেশকারীদের আবর্জনাস্থল হিসেবে গড়ে না তোলে।
অসম আন্দোলনে যারা শহিদ হয়েছিলেন তাঁদের পরিবারের সদস্যরাই রয়েছেন শহিদ পরিবার সমন্বয়রক্ষী পরিষদে। এদিন ওই বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্ৰদর্শন করা ছাড়াও রাজ্যপাল জগদীশ মুখির উদ্দেশে একটি স্মারকপত্ৰও দেওয়া হয়। কেন্দ্ৰ ওই বিলটি সংসদে পাস করানোর জন্য যে চেষ্টা চালাচ্ছে তার প্ৰতিবাদে গর্জে ওঠে পরিষদ। রাজ্যপালকে দেওয়া ওই স্মারকপত্ৰে বিলটি সম্পর্কে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালকে তাঁর সরকারের অবস্থান স্পষ্ট করারও দাবি জানানো হয়েছে। তারা অসম চুক্তির ভিত্তিতে বিদেশি নাগরিকদের চিহ্নিত করে রাজ্য থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছে।