Begin typing your search above and press return to search.

নাগরিকত্ব বিল ত্ৰিপুরীদের দ্বিতীয় শ্ৰেণির নাগরিকে পরিণত করবেঃ নেসো

নাগরিকত্ব বিল ত্ৰিপুরীদের দ্বিতীয় শ্ৰেণির নাগরিকে পরিণত করবেঃ নেসো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 Jan 2019 10:56 AM GMT

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ নিয়ে ত্ৰিপুরায় সম্প্ৰতি প্ৰতিবাদকারীদের উপর পুলিশের গুলি চালনা ও নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে উত্তরপূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)। গৌহাটি হাইকোর্টের একজন বর্তমান বিচারপতিকে দিয়ে শুক্ৰবার এই ঘটনার তদন্ত দাবি করেছে সংগঠনটি। ছাত্ৰ সংগঠনটি বলেছে,বিতর্কিত বিলটি আইনি রূপ নিলে এই অঞ্চলের ভূমিপুত্ৰরা দ্বিতীয় শ্ৰেণির নাগরিকে পরিণত হবেন।

‘নিরীহ প্ৰতিবাদকারীদের ওপর পুলিশি নিপীড়ন এবং শুক্ৰবার আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে যাওয়া নেসোর প্ৰ্তিনিধিদের বাধা দেওয়ায় ত্ৰিপুরা সরকারের স্বৈরাচারী কার্যকলাপের স্বরূপই ফুটে উঠেছে’। এরই প্ৰতিবাদে নেসো শনিবার এই অঞ্চল জুড়ে ‘কালো দিবস’ পালন করছে।

নেসোর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য শুক্ৰবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন। তিনি বলেন,গত ৮ জানুয়ারি নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্ৰতিবাদকারী ত্ৰিপুরার ভূমিপুত্ৰ ত্ৰিপুরীদের ওপর পুলিশ যে অমানবিক নির্যাতন করেছে,তা ওই রাজ্যের বর্তমান সরকারের কুৎসিত রূপকেই প্ৰকাশ্যে তুলে ধরেছে। সেদিন ত্ৰিপুরায় পুলিশি নির্যাতনে বেশকিছু প্ৰতিবাদকারী আহত হন। ১৮ জন আহত হয়েছেন পুলিশের গুলিতে। গুলিবিদ্ধ পাঁচজন প্ৰতিবাদকারীর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। ‘ভূমিপুত্ৰদের বিরুদ্ধে ত্ৰিপুরা সরকারের অবস্থান এমন একটা স্তরে পৌঁছে গেছে যে শুক্ৰবার আহত প্ৰতিবাদকারীদের দেখতে যাওয়া নেসোর প্ৰতিনিধিদের বাগড়া দিতে তাদের এতটুকুও বাধেনি। ত্ৰিপুরা সরকারের এধরনের কার্যকলাপ আমরা সহ্য করবো না এবং একইসঙ্গে ভূমিপুত্ৰ ত্ৰিপুরীদের দ্বিতীয় শ্ৰেণির নাগরিক হিসেবে গণ্য করার প্ৰবণতা বন্ধ করতে ত্ৰিপুরা সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে’-বলেন ভট্টাচার্য।

সমুজ্জ্বল আরও বলেন,উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য বিশেষ করে অসমের অবস্থাও অনুরূপই হবে যদি নাগরিকত্ব সংশোধনী বিল পাস করতে দেওয়া হয়। বিতর্কিত এই বিল পাস হলে গোটা অঞ্চলের ভূমিপুত্ৰরা দ্বিতীয় শ্ৰেণির নাগরিকে পরিণত হবেন।

নেসোর সভাপতি এবং সেক্ৰেটারি জেনারেল স্যামুয়েল জিউরা এবং সিনম প্ৰকাশ সিং বলেন,ত্ৰিপুরায় বিল বিরোধী প্ৰ্তিবাদকারীদের ওপর পুলিশের নির্যাতন এতটাই অমানবিক যে আহত প্ৰতিবাদকারীদের হাসপাতালে বয়ে নেওয়া অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালাতেও তারা পিছ পা হয়নি।

Next Story
সংবাদ শিরোনাম