নাগরিকত্ব বিল দেশের জন্য জরুরিঃ অমিত শাহ

নয়াদিল্লিঃ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রবিবার বলেছেন,বিতর্কিত মাগরিকত্ব(সংশোধনী)বিলটি দেশের জন্য ‘অত্যন্ত জরুরি’। শরণার্থীদের নাগরিকত্ব দিতে সরকার চিন্তাভাবনা করেই বিলটি এনেছে। তবে বিল নিয়ে বিভিন্ন মহলে যে বিরূপ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে তা নিয়ে উত্তর পূর্বাঞ্চলের সব দাবিদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা ঐকমত্যে পৌঁছনোর জন্য কেন্দ্ৰ চেষ্টা করছে। এখানে সাংবাদিকদের শাহ বলেন,সরকার অনেক ভেবে চিন্তেই বিলটি এনেছে এবং স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং এই ইস্যু নিয়ে বিভিন্ন দল,সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করছেন। তিনি বলেন,‘একটা মুদ্ৰার দুপিঠ রয়েছে। ঠিক তেমনি কেউ কেউ বিলটি সমর্থন করছেন আবার কেউ কেউ বিলের বিরোধী। কিন্তু ব্যাপক সংখ্যক উদ্বাস্তুর ভাগ্য দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যায় না। আমরা এব্যাপারে বদ্ধপরিকর’-বলেন শাহ।
বিল নিয়ে সারা উত্তর পূর্বাঞ্চলে অশান্তির আগুন জ্বলছে। এমন পরিস্থিতিতে সরকার কি বিলটি প্ৰত্যাহার করে নেবে জানতে চাওয়া হলে বিজেপি সভাপতি বলেন,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী এনিয়ে বিভিন্ন দল-সংগঠনের সঙ্গে কথা বলছেন। যদি বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছনো যায় তাহলে এনিয়ে নিশ্চয়ই আমরা এগবো’-বলেন তিনি।
উল্লেখ্য,পড়শি বাংলাদেশ,পাকিস্তান,আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যে সব হিন্দু,শিখ,বৌদ্ধ,জৈন ও খ্ৰিস্টানরা এদেশে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে এই বিল এনেছে কেন্দ্ৰের বিজেপি সরকার। উল্লেখ্য,বিলটি ইতিমধ্যেই লোকসভায় পাস হলেও রাজ্যসভায় তা ঝুলে আছে।