নাগরিকত্ব সংশোধনী বিল আবিলম্বে রদ করতে কেন্দ্ৰকে আর্জি আসুর

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)কেন্দ্ৰীয় সরকারকে অবিলম্বে নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯(আগে ছিল ২০১৬)রদ করার দাবি জানিয়েছে। আসুর মতে এই বিল প্ৰত্যাহারে কেন্দ্ৰের কাছে এখনও সময় রয়েছে। বিতর্কিত বিলটি রাজ্যসভায় পাস করাতে কেন্দ্ৰের বেপরোয়া প্ৰয়াসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজ্যের প্ৰভাবশালী ও সর্বোচ্চ ছাত্ৰ সংগঠনটি উত্তর পূর্বাঞ্চলের মানুষের প্ৰ্তি আবেদন জানিয়েছে।
আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাম এদিন বলেন,‘অসম ও উত্তরপূর্বের মানুষ এই বিল মেনে নেননি এবং এটা সংবিধান বিরোধী। সেইহেতু গোটা উত্তরপূর্বাঞ্চলের মানুষ একজোট হয়ে এই বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন’।
নাগরিকত্ব বিল যে অসম চুক্তি লঙ্ঘন করবে সেই ছবি একেবারেই পরিষ্কার বলে উল্লেখ করে নাথ বলেন,১৯৭১ সালের পর অবৈধভাবে আসা অতিরিক্ত বাংলাদেশির বোঝা বইবার ক্ষমতা অসম এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের নেই।
ছাত্ৰ নেতাটি আরও বলেন,‘ভারতের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের ভিত্তিতে কোনও আইন হতে পারে না। কিন্তু শাসক দল বিজেপি-ওই বিলটি মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংসদে বলপূর্বক বিলটি পাস করাতে বিজেপি সরকারের লাগাতার প্ৰয়াস চালিয়ে যাওয়ার প্ৰসঙ্গে আসু নেতা বলেন,লোকসভায় বিলটি পাস হওয়ার পর রাজ্যসভার আসন্ন অধিবেশনে এটি পাস করাতে কেন্দ্ৰ চেষ্টায় ত্ৰুটি রাখবে না। সংসদের আসন্ন অধিবেশন শুরু হচ্ছে আগামি ৩১ জানুয়ারি থেকে। তবে কেন্দ্ৰীয় সরকার যাতে ওই বিল রদ করতে বাধ্য হয় তা সুনিশ্চিত করতে অসম ও উত্তর পূর্বাঞ্চলের মানুষকে অবিলম্বে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আগামিকাল অর্থাৎ ২৩ জানুয়ারি এই অঞ্চল জুড়ে আসুর ডাকা ‘বজ্ৰ নিনাদ’ কর্মসূচিতে জনগণকে অংশগ্ৰহণের আহ্বান জানানো হয়েছে। আসুর এই কর্মসূচির প্ৰ্তি রাজ্যের ৩০টি জাতীয় সংগঠন ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে। ছাত্ৰ সংস্থার এই আন্দোলনের প্ৰতি সমর্থনের হাত বাড়িয়ে এগিয়ে আসা অন্য সংগঠনের মধ্যে রয়েছে উত্তর পুব ছাত্ৰ সংগঠন(নেসো)