নাগরিক বিলের বিরুদ্ধে আসু ও জনগোষ্ঠীয় সংগঠনের প্ৰচারের পক্ষে সায় আরও বিজেপি বিধায়কের

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ বাতিলের দাবিতে আসু এবং অন্যান্য ২৮টি সংগঠন যে প্ৰচার অভি্যান চালাচ্ছে মঙ্গলবার তার প্ৰতি সাড়া দিয়েছেন শাসক ও বিরোধী দলের আরও কয়েকজন বিধায়ক। কেন্দ্ৰীয় সরকার নাগরিক বিলটি সংসদে পাস করানোর জন্য যে তৎপরতা শুরু করেছিল তার প্ৰতিবাদে আসু ও ২৮টি জনগোষ্ঠীয় সংগঠন বিলের বিপক্ষে দাঁড়াতে রাজ্যের সমস্ত বিধায়ক,মন্ত্ৰী ও সাংসদদের সমর্থন আদায়ে দাবিপত্ৰ বিলোতে প্ৰচার অভিযানে নামে। রাজ্যের বিধায়ক তথা কৃষিমন্ত্ৰী অতুল বরা মঙ্গলবার স্থানীয় সংগঠনগুলির প্ৰতি তাঁর সমর্থনের কথা খোলাখুলি জানিয়ে দিয়েছেন।
আসু ও জনগোষ্ঠীয় সংগঠনগুলি মন্ত্ৰী,বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে বিলের বিরুদ্ধে প্ৰচার চালানো ছাড়া তাদের সমর্থন আদায়ে নেমেছে। বাড়ি বাড়ি গিয়ে প্ৰচার চালানোর মঙ্গলবার ছিল তৃতীয় দিন। বিজেপি বিধায়ক অতুল বরা এবং নগেন সোনোয়াল ছাড়াও আরও দুজন বিজেপি বিধায়ক মঙ্গলবার ওই বিলের বিপক্ষে দাঁড়ান। চাবুয়ার বিজেপি বিধায়ক বিনোদ হাজরিকা বিলের বিরুদ্ধে মুখ খুলে বলেন,রাজ্যের স্থানীয় মানুষ একটা গুরুতর ও সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর এটা চরম সময়। যদি বিতর্কিত বিলটি পাস হয় তাহলে স্থানীয় মানুষের স্বার্থে আমি দল ছেড়ে দেবো’-বলেন তিনি।
পলাশবাড়ির বিজেপি বিধায়ক প্ৰণব কলিতা বলেন,বিলটি স্থানীয় মানুষের অস্তিত্ব ধ্বংস করে ফেলবে। জাতি,মাটি ও ভিত্তি রক্ষায় তিনি দলের নিয়ম ভাঙতে বিন্দুমাত্ৰও দ্বিধা করবেন না বলে জানান কলিতা।