Begin typing your search above and press return to search.
নাগরিক বিলের বিরুদ্ধে রাজনাথের কাছে দরবার অগপ-র

নয়াদিল্লিঃ নাগরিক বিলের বিরুদ্ধে অগপ মঙ্গলবার স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের কাছে আনুষ্ঠানিক প্ৰতিবাদ জানালো। দলের সভাপতি অতুল বরা ও কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্ত সিঙের সঙ্গে দেখা করে বিলের বিরোধিতায় একটি স্মারকপত্ৰ দেন। তাঁরা অসম চুক্তির সব শর্ত রূপায়ণে তাঁর সহযোগিতা চান।
Next Story