শিলচরঃ ‘কংগ্ৰেস যদি ক্ষমতায় আসে তাহলে বাঙালি হিন্দুদের সর্বনাশের মুখে ঠেলে দেবে। কংগ্ৰেস চেষ্টা করবে নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ অবলুপ্ত করতে। বিলটি নিয়ে তাদের অবস্থানও স্পষ্ট নয়। কংগ্ৰেস বলেছে,ক্ষমতায় এলে তারা বিলটি বাতিল করবে এবং বিল পাস হতে দেবে না। শিলচরের বর্তমান সাংসদ সুস্মিতা দেব যদি আবার ক্ষমতায় আসেন,তার পরিণামও সবার জন্য ভালো হবে না’-বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরে দলের কার্যালয়ে এক প্ৰেস মিটে কথাগুলি বলেন-বিজেপি নেতা প্ৰাক্তন কেন্দ্ৰীয়মন্ত্ৰী কবীন্দ্ৰ পুরকায়স্থ।
কবীন্দ্ৰবাবু আরও বলেন,‘ড.রাজদীপ রায় শিলচর সংসদীয় আসনে বিজেপির হয়ে প্ৰতিদ্বন্দ্বিতায় নেমেছেন। রাত দিন এক করে খাটছেন রাজদীপ। প্ৰতিদিনই সভা করছেন দুই থেকে তিনটি। জনগণের সঙ্গে যোগাযোগও করছেন। মার্চের শেষ সপ্তাহ থেকে রাজদীপ সক্ৰিয়ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিরোধীরা ন্যস্ত রাজনৈতিক স্বার্থে ব্যস্ত। তারা কাদা ছোড়াছুঁড়ির রাজনীতি করছে যা গণতন্ত্ৰের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। বিরোধীদের কাদা ছোড়াছুঁড়ির রাজনীতি থেকে বিরত থাকা উচিত। বিল নিয়ে বিজেপির অবস্থান খুবই স্পষ্ট। কিন্তু কংগ্ৰেসের হাবভাবে কোনও নিশ্চয়তা নেই’-বলেন পুরকায়স্থ।