Begin typing your search above and press return to search.

নাসার আমন্ত্ৰণ পেলেন অসম সন্তান তন্ময় চক্ৰবর্তী

নাসার আমন্ত্ৰণ পেলেন অসম সন্তান তন্ময় চক্ৰবর্তী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 April 2019 1:18 PM GMT

গুয়াহাটিঃ অসমের জন্য গৌরব কুড়িয়ে এনেছে লামডিঙের সন্তান তন্ময় চক্ৰবর্তী। লামডিং কেন্দ্ৰীয় বিদ্যালয় থেকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় উত্তীর্ণ তন্ময় উদ্ভাবন করেছে একটি যন্ত্ৰ।

নিজের তৈরি এই যন্ত্ৰের সাহা্য্যে গোটা অসমের জন্য সুনাম কুড়িয়ে এনেছে ১৭ বছর বয়সী ছাত্ৰ তন্ময়। লামডিং শীতলা বাড়ির বাসিন্দা শিক্ষয়িত্ৰী তপা চক্ৰবর্তী ও বাপন চক্ৰবর্তীর সন্তান তন্ময় উদ্ভাবন করেছে ভূমিকম্পের আগাম সঙ্কেত দেওয়ার যন্ত্ৰটি।

৪৮ থেকে ৭২ ঘণ্টা আগেই ভূমিকম্পের আগাম সংকেত পাওয়া যাবে এই যন্ত্ৰে। যন্ত্ৰটি নির্মাণ করার জন্য এনএএসএ(নাসা)ইতিমধ্যেই তন্ময়কে আমন্ত্ৰণ জানিয়েছে। এই খবরে স্বাভাবিকভাবে উৎফুল্লিত তন্ময়ের আভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ৰ-ছাত্ৰীরা। যন্ত্ৰটি উদ্ভাবনের জন্য প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও কেন্দ্ৰীয় মন্ত্ৰী স্মৃতি ইরানির কাছ থেকে শংসাপত্ৰও পেয়েছে তন্ময়। বর্তমানে তন্ময় বিশাখাপট্টনমের বিকাশ বিদ্যানিকেতনে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের ছাত্ৰ হিসেবে অধ্যয়নরত।

Next Story