নিম্ন ও মধ্য অসমের বিধানসভা কেন্দ্ৰগুলিতে সর্বোচ্চ সংখ্যক ভোটার বেড়েছে

গুয়াহাটিঃ সদ্য প্ৰকাশিত সচিত্ৰ ভোটার তালিকা অনু্যায়ী রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্ৰে ২০১৮ সালের তুলনায় ভোটারের সংখ্যা অনেকটাই বেড়েছে। ২০১৯ সালের সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশিত হয় গত ৬ ফেব্ৰুয়ারি। এবার নিম্ন ও মধ্য অসমের কেন্দ্ৰগুলিতে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে উজান অসমের বিধানসভা কেন্দ্ৰগুলিতে ভোটারের সংখ্যা বৃদ্ধি ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে সাম্প্ৰতিক তথ্য অনু্যায়ী,উজান অসমের জোনাই বিধানসভা কেন্দ্ৰে সর্বোচ্চ সংখ্যক ভোটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জোনাই কেন্দ্ৰে ভোটারের সংখ্যা হলো ২,৮৪,০২৩ জন। এরফলে ২০১৮ সালের তালিকা অনু্যায়ী জোনাই কেন্দ্ৰে ভোটার সংখ্যা বেড়েছে ১৪,১৮৭ জন।
তবে রাজ্যের দুটো বিধানসভা কেন্দ্ৰে ভোটার বৃদ্ধির ক্ষেত্ৰে নেতিবাচক প্ৰভাবই দেখা গেছে। এর মধ্যে একটি হচ্ছে শিবসাগর জেলা নাজিরা এবং অন্যটি হাইলাকান্দি জেলার আলগাপুর কেন্দ্ৰ। পরিসংখ্যানে এই ইঙ্গিত মিলেছে যে এখানে ভোটার সংখ্যা কমেছে ১,৬০২ জন। ২০১৯-এর সচিত্ৰ ভোটার তালিকায় ভোটার সংখ্যা দেখানো হয়েছে ১,২২,৪৪০ জন। অন্যদিকে আলগাপুরে ভোটার হ্ৰাস পেয়েছে ৪৮৩ জন। সেখানে মোট ভোটার সংখ্যা ছিল ১,৪৯,৪২৯ জন। যেসব বিধানসভা কেন্দ্ৰে ৬ হাজারের বেশি ভোটার বেড়েছে সেগুলি হলো জোনাই ১৪,১৮৭,ধিং ৯,৬৫৯,ধেমাজি ৯,৩৬৮,সরুপথার ৯,২৬৭,দক্ষিণ শালমারা ৮,২৭৬,মানকাচর ৮,১৯২,দলগাঁও ৭,৭১০,বাঘবর ৭,৪২৪,ডুমডুমা ৭,৪১৭,বরক্ষেত্ৰি ৭,১৯৫,সিদলি ৭১৩৫,ঢকুয়াখানা ৭,১২৯,ঢেকিয়াজুলি ৬,৯২৮,অভয়াপুরি(দক্ষিণ)৬,৪০৪,ডিগবয় ৬,৩০২,নলবাড়ি ৬,১৬৮,তিনসুকিয়া ৬,০৯২,সরুক্ষেত্ৰি ৬,০৮০ এবং জাগিরোড ৬,০২০ জন।
রাজ্যে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২,১৭,৬০,৬০৪ জন। এরমধ্যে ১,১১,৩২,৭৮২ জন পুরুষ এবং মহিলা ভোটার হচ্ছেন ১,০৬,২৭,৮২২ জন।