Begin typing your search above and press return to search.
নির্বাচনে গোহারা হারায় রাহুল গান্ধীর রাজনীতি থেকে অবসর নেওয়া উচিতঃ হিমন্ত

অসমের অর্থমন্ত্ৰী তথা বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা ভারতীয় জাতীয় কংগ্ৰেসের সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে কটাক্ষ করে বলেন ভোটে গোহারা হারায় রাহুলের রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত। ভোটগণনায় কংগ্ৰেসের ভরাডুবির লক্ষণ স্পষ্ট হওয়ার পরই কংগ্ৰেস সভাপতির বিরুদ্ধে এই মন্তব্য করেন হিমন্ত। নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন বিজেপি সারা দেশে ৩০০-র বেশি আসন পেতে চলেছে। মোদি ঝড়ে সব দলের ভিত নড়ে গেছে। কেন্দ্ৰে মোদি সরকারই যে ফের ক্ষমতায় আসছে তা এখন পরিষ্কার হয়ে গেছে-বলেন তিনি। আমেথিতে রাহুল গান্ধী পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানির সঙ্গে ভোট যুদ্ধে বেশ কৌতূহলের সঙ্গে মন্তব্য করেন নেডা সভাপতি।
Next Story