গোলাঘাট জেলার নুমলিগড়ের দৈগ্ৰাঙের একজন যুবকের জলে ডুবে মৃত্যু হওয়ার ঘটনায় অঞ্চলটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যুবকের নাম বলিন দুয়রা বলে জানা গিয়েছে। সলিল সমাধি হওয়া যুবকটির বয়স প্ৰায় ৩৫ বছর বলে জানান পরিবারের লোকেরা।
ঘটনার বিবরণে প্ৰকাশ,বুধবার দুটো নাগাদ যুবকটি বাড়ির কাছেই একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। পরে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ঘরে আনার পর এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে,বলিন দুয়রা একজন সুদক্ষ ভলিবল খেলোয়াড় ছিলেন। পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য পাঠিয়েছে। মৃত্যুর সময় বলিন তাঁর স্ত্ৰী ও দুই সন্তানকে রেখে গেছেন। বলিনের অকাল মৃত্যুতে অঞ্চলটিতে শোকের ছায়া নেমে আসে।