দুলিয়াজানের বিজেপি বিধায়ক তেরস গোয়ালা অবশেষে তাঁর পদত্যাগপত্ৰ প্ৰত্যাহার করে নিয়েছেন। মুখ্যমন্ত্ৰী সর্নাবন্দ সোনোয়ালের সঙ্গে এক বৈঠকের পরই পদত্যাগপত্ৰ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন গোয়ালা। গত সোমবার গোয়ালা মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের উদ্দেশে তাঁর পদত্যাগপত্ৰ দাখিল করেছিলেন। গোয়ালার ওই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্ৰী চটজলদি পদক্ষেপ নিয়ে বুধবার রাতে তাঁর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। মুখ্যমন্ত্ৰীর কথায় আশ্বস্ত হয়ে গোয়ালা আবশেষে পদত্যাগপত্ৰ তুলে নেন।
রাজ্য সরকার সোমবার বিভিন্ন বোর্ড ও পর্ষদে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে যে নিয়োগ ক্ৰিয়া সম্পন্ন করেছে তাতে অনিয়মের আভিযোগ করে এবং শদিয়া বিধানসভা কেন্দ্ৰের বিজেপি বিধায়ক বলিন চেতিয়াকে অসম গ্যাস কোম্পানির অধ্যক্ষ নিয়োগ করার প্ৰতিবাদে গোয়ালা পদত্যাগ করেছিলেন বলে জানা গিয়েছিল। গোয়ালা দুলিয়াজানের বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁর অজ্ঞাতে চেতিয়াকে গ্যাস কোম্পানির অধ্যক্ষ নিয়োগ করায় ক্ষুদ্ধ হয়ে গোয়ালা মুখ্যমন্ত্ৰীর কাছে তাঁর পদত্যাগপত্ৰ পাঠিয়ে দিয়েছিলেন। অবশেষে সোনোয়ালের বিশেষ অনুরোধে তিনি পদত্যাগপত্ৰ প্ৰত্যাহার করে নেন।