Begin typing your search above and press return to search.

পরিচ্ছন্ন পঞ্চায়েত রাজ প্ৰতিষ্ঠান ও উন্নয়নের প্ৰতিশ্ৰুতি দিয়ে ইস্তাহার প্ৰকাশ করল বিজেপি

পরিচ্ছন্ন পঞ্চায়েত রাজ প্ৰতিষ্ঠান ও উন্নয়নের প্ৰতিশ্ৰুতি দিয়ে ইস্তাহার প্ৰকাশ করল বিজেপি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Nov 2018 10:54 AM GMT

গুয়াহাটিঃ ভারতীয় জনতা পার্টির(বিজেপি)অসম প্ৰদেশ শাখা রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ১৬ পৃষ্ঠার একটি ইস্তাহার প্ৰকাশ করেছে বুধবার। রাজ্যে পঞ্চায়েত রাজ প্ৰতিষ্ঠান ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত রাখার এবং গ্ৰাম অসমের উন্নয়নের পথ প্ৰশস্ত করার প্ৰতিশ্ৰুতি দিয়ে ইস্তাহারটি প্ৰকাশ করা হয়।

মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এদিন গুয়াহাটির অটলবিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইস্তাহারটি প্ৰকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন প্ৰদেশ বিজেপি সভাপতি রঞ্জিত্ত কুমার দাস,উত্তরপূর্ব গণতান্ত্ৰিক জোটের(এনইডিএ)আহবায়ক হিমন্তবিশ্ব শর্মা।

ইস্তাহার প্ৰকাশ করে সোনোয়াল বলেন,‘রাজ্যে পঞ্চায়েত রাজ প্ৰতিষ্ঠানে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে অসমের প্ৰত্যেক এবং প্ৰতিটি গ্ৰামীণ পরিবার যে উপকৃত হবে সেই আশ্বাস আমরা দিচ্ছি’। ‘গ্ৰামের মানুষের প্ৰতি আমাদের মূল আশ্বাস হচ্ছে পঞ্চায়েত রাজ প্ৰতিষ্ঠানকে আর দুর্নীতির পঙ্কে নিমজ্জিত হতে দেবো না আমরা। প্ৰত্যেক এবং প্ৰতিটি গ্ৰামীণ পরিবার যাতে আর্থিক ক্ষেত্ৰে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এবং সব অধিকারসহ প্ৰতিটি ক্ষেত্ৰে যাতে মর্যাদার সঙ্গে জীবন নির্বাহ করতে পারে আমাদের মোক্ষম লক্ষ্য সেটাই’।

মুখ্যমন্ত্ৰী বলেন,গত ১৫ বছর কংগ্ৰেস রাজ্য শাসন করেছে। ওই সময়ে পঞ্চায়েত রাজ প্ৰতিষ্ঠানগুলি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। গ্ৰামের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন। বঞ্চিত হয়েছিলেন বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে। ১৫ বছরের কংগ্ৰেস শাসনে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় যা চলেছিল,তা অসমের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। কংগ্ৰেস ওই কালো অধ্যায়কে মুছে ফেলতে পারবে না। তারা নিজেদের ভাবমূর্তিতে নিজেরাই কালিমা লেপন করেছে। রাজ্যের আত্মসচেতন কোনও নাগরিক পঞ্চায়েতি রাজ প্ৰতিষ্ঠানে কংগ্ৰেস আবার ক্ষমতায় ফিরুক সেটা কখনোই চাইবেন না-বলেন সোনোয়াল। রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা দুর্নীতি মুক্ত করতে সোনোয়াল বিজেপিকে সহযোগিতা করার জন্য গ্ৰামীণ জনগণের প্ৰতি আবেদন জানান।

Next Story
সংবাদ শিরোনাম