Begin typing your search above and press return to search.

পশ্চিম গুয়াহাটির ৫৯টি ভোট কেন্দ্ৰ স্পর্শকাতর চিহ্নিতঃ জেলাশাসক

পশ্চিম গুয়াহাটির ৫৯টি ভোট কেন্দ্ৰ স্পর্শকাতর চিহ্নিতঃ জেলাশাসক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 April 2019 12:19 PM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির মোট ১১৯৫টি ভোট কেন্দ্ৰের মধ্যে ৫৯টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংবেদনশীল এই কেন্দ্ৰগুলি পড়েছে পশ্চিম গুয়াহাটি এলাকায়। তবে পুব গুয়াহাটি এলাকায় কোনও ভোট কেন্দ্ৰ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়নি।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কামরূপের জেলাশাসক(মেট্ৰো)বিশ্বজিৎ পেগু একথা জানিয়ে বলেন,পূর্বের লোকসভা নির্বাচনের রিপোর্ট,পুলিশি তথ্য,প্ৰত্যন্ত এলাকায় ভোট কেন্দ্ৰের অবস্থান ও অন্যান্য কারণের ওপর ভিত্তি করেই এই ভোট কেন্দ্ৰগুলিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে প্ৰতিটি ভোটগ্ৰহণ কেন্দ্ৰে ন্যূনতম সু্যোগ সুবিধার ব্যবস্থা করার কথা ঘোষণা করে জেলাশাসক বলেন,সেক্টর অফিসাররা ১১৯৫টি ভোট কেন্দ্ৰের সবকটি পরিদর্শন করেছেন এবং যাবতীয় বিষয়ে রিপোর্ট দাখিল করছেন।

‘১৮০টি বিদ্যালয়ের ভোট কেন্দ্ৰে বিদ্যুৎ সংযোগ নেই। তবে ওই স্কুলগুলিতে আমরা অস্থায়ী ভিত্তিতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছি। ২০ থেকে ২৫টি ভোট কেন্দ্ৰে পানীয় জলের সুব্যবস্থা নেই। তাই এই বিষয়টির প্ৰতিও নজর দেওয়া হচ্ছে’।

১১টি ভোট কেন্দ্ৰ রয়েছে বিল্ডিঙের প্ৰথম তলায়। তবে জেলাশাসক আশ্বাস দিয়ে বলেন,শারীরিক প্ৰতিবন্ধী কিংবা উইল চেয়ারে বসা প্ৰতিবন্ধীরা যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। জেলাশাসক আরও বলেন,নির্বাচনের সময় ৭০০টি গাড়ি ব্যবহার করা হবে।

Next Story
সংবাদ শিরোনাম