ইসলামাবাদঃ পাকিস্তানে বুধবার জাতীয় সংসদ ও ৪টি প্ৰাদেশিক আইনসভার নির্বাচন হলো রক্ত ঝরিয়ে। জঙ্গি,জেহাদিরা গণতন্ত্ৰ চায় না,চায় শরিয়ত আইন। গণতান্ত্ৰিক অধিকার সাব্যস্ত করতে বালুচিস্তানের ভোট কেন্দ্ৰগুলিতে গিয়েছিলেন লক্ষ লক্ষ ভোটার। কিন্তু জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় কঁপে উঠলো বালুচিস্তান। প্ৰাণ গেল ৩৭ জনের। আহত হন বহু,কয়েকজন পুলিশ কর্মীও মারা গেছেন। একটি ভোটকেন্দ্ৰের কাছে পুলিশের ডিআইজি আব্দুল রাজ্জাক চিমার কনভয়কে টার্গেট করেছিল জঙ্গিরা। তবে পুলিশকর্তা রাজ্জাক অক্ষত বেঁচে যান। এটা ছিল পাকিস্তান জাতীয় সংসদের একাদশতম নির্বাচন। কিছু কিছু কেন্দ্ৰের ভোট গণনাও শুরু হয়েছে গতকালই।
Begin typing your search above and press return to search.