Begin typing your search above and press return to search.

পাটায়াতে মিস্টার ইউনিভার্স ও মিস্টার এশিয়া দেহশ্ৰী প্ৰতিযোগিতায় খেতাব জিতলেন অসমের গোলাপ রাভা

পাটায়াতে মিস্টার ইউনিভার্স ও মিস্টার এশিয়া দেহশ্ৰী প্ৰতিযোগিতায় খেতাব জিতলেন অসমের গোলাপ রাভা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Nov 2018 8:28 AM GMT

বকোঃ আন্তর্জাতিক ক্ৰীড়াঙ্গনে দেহশ্ৰী প্ৰতিযোগিতায় আবারও ঝলসে উঠলেন অসমের গোলাপ রাভা। থাইল্যান্ডের পাটায়া শহরে গত ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত মিস্টার ইউনিভার্স ২০১৮ এবং মিস্টার এশিয়া ২০১৮ দেহশ্ৰী প্ৰতিযোগিতায় এবার জোড়া সোনা জিতলেন গোলাপ। কামরূপ গ্ৰামীণ জেলার বকোর কলিয়াবাড়ি গ্ৰামের বাসিন্দা গোলাপ ৮০ কেজি বিভাগে সোনা জিতে দুটো ইভেণ্টেই চ্যাম্পিয়ন হন।

অসম ওয়র্ল্ড বডিবিল্ডিং ফেডারেশনের সেক্ৰেটারি পঙ্কজ চৌধুরী বলেন,এই ইভেণ্টে অসম থেকে তিনজন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। তাঁরা হলেন গোলাপ রাভা,কৌশল চাংমাই এবং বিজুরাম বোড়ো। গোলাপ রাভা সার্বিকভাবে মিঃইউনিভার্স ২০১৮ এবং প্ৰ মিস্টার এশিয়া ২০১৮ সিনিয়র ক্যাটেগরি(৪০ ঊর্ধ্ব ক্যাটেগরি)দেহশ্ৰী প্ৰতিযোগিতায় ওভারঅল চ্যাম্পিয়ন হন।

৪০ বছর বয়সের ক্যাটেগরিতে বিজুরাম বোড়ো চতুর্থ স্থান এবং ৮০ কেজি ক্যাটেগরি মিস্টার ইউনিভার্স অ্যামেচার কম্পিটিশনে পঞ্চম স্থান পেয়েছেন। এরআগে গত অক্টোবরে গোলাপ রাভা লিথুয়ানিয়ায় ওয়র্ল্ড ফিটনেস ফেডারেশনের(ডব্লিউবিবিএফ)আম্বের প্ৰিক্স চ্যাম্পিয়নশিপে মিস্টার ওয়র্ল্ড প্ৰতিযোগিতায় ৮০ কেজি বিভাগে তিনটি সোনা জিতে রাজ্য তথা দেশের জন্য গৌরব কুড়িয়ে এনেছিলেন। যে তিনটি ক্যাটেগরিতে তিনি অংশ নিয়েছিলেন সেগুলি হল ম্যানস প্ৰো ওয়র্ল্ড বডিবিল্ডিং,ম্যান মাসল মডেল এবং প্ৰো মিস্টার ওয়র্ল্ড(৮০ কেজি)। রাভা ২০০৩ সালে তাঁর বডিবিল্ডিং ক্যারিয়ার শুরু করেন বকোর জিতেন কলিতার অধীনে। তাঁর এই অসামান্য সাফল্যে বকোবাসীর মধ্যে আনন্দের জোয়ার নামে।

Next Story
সংবাদ শিরোনাম