বর্ষার ধারা বর্ষণে আবর্জনাময় পরিবেশ ধুয়ে মুছে নেওয়ার পর আবার ধরার বুকে এলো শরৎ। শিউলি ঝরা সকাল,শ্বেতশুভ্ৰ কাশ ফুলের দোলা,আকাশে সাদা মেঘের আনাগোনাই জানান দেয় শরৎ এসেছে। বাতাসে আগমনীর সুর। শরতের আগমন মানেই শক্তির অধিষ্টাত্ৰী দেবী মা দুর্গার পুজো। দুর্গা পুজো ঘিরে চারদিকে এখন সাজো সাজো রব। ঘরের মেয়ে উনা বরণে রাজ্যের মানুষ এখন ব্যস্ত। হাট বাজারে ভিড়, চলছে কেনাকাটা। গোটা গুয়াহাটি মহানগরী ব্যস্ত মা বরণে। একই ব্যস্ততা রাজ্যের প্ৰতিটি অঞ্চলে। হাতে গোনা আর মাত্ৰ কটা দিন বাকি পুজোর। এশহরের বিভিন্ন কুমোরটুলিতে মৃৎশিল্পীরা রাত-দিন একাকার করে গড়ছেন দেবীর মৃন্ময়ী মূর্তি। বিভিন্ন পুজো কমিটি লাখ লাখ টাকার বাজেট নিয়ে নেমেছেন মণ্ডপ সজ্জায়। ১৫ অক্টোবর মহাষষ্ঠী,সন্ধ্যায় বোধন পর্বের পরই শুরু হবে পুজো।
Begin typing your search above and press return to search.