আজ পেট্ৰলের দাম বাড়ল এবং ডিজেলের মূল্য ফের কমল। গুয়াহাটিতে শনিবার পেট্ৰলের মূল্য ৬৯.৭৮ টাকা। ৫ পইচা করে বৃদ্ধি পেল পেট্ৰলের মূল্য। অন্যদিকে, ৭ পইচা করে কমল। আজকের দিনে ডিজেলের মূল্য প্ৰতি লিটার ৬৪.৮৫ টাকা। উল্লেখ্য শুক্ৰবার ৮ পইচা করে কমেছিল ডিজেলের দাম।
Begin typing your search above and press return to search.