সুপ্ৰিমকোর্ট এক রায়ে বলেছে,প্যানের সঙ্গে সংযোগ স্থাপনে আধার কার্ড বাধ্যতামূলক। তাছাড়া ইউজিসি,এনইইটি এবং সিবিএসই পরীক্ষা এবং স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্ৰে বাধ্যতামূলক নয় আধার। ওই রায়ে আরও বলা হয়েছে,ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্ৰে আধারের প্ৰয়োজন নেই। তাছাড়া কোনও মোবাইল কোম্পানি এবং বেসরকারি কোম্পানিগুলি আধার দাবি করতে পারবে না। সুপ্ৰিমকোর্টের বিচারপতি চন্দ্ৰচূড় বলেন,আধার প্ৰিভেসি রাইট লঙ্ঘন করবে এবং কোনও ব্যক্তি বা ভোটারকে শনাক্ত করার ক্ষেত্ৰে সম্ভবত অগ্ৰণী ভূমিকা নেবে। সর্বোচ্চ আদালত বলেছে,নতুন সিম কার্ড অর্জনের জন্য আধার বাধ্যতামূলক নয়। কোর্ট আরও বলেছে সরকারের এটা সুনিশ্চিত করা উচিত যে অবৈধ অনুপ্ৰবেশকারীরা আধার কার্ড পাবে না। মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। বিচারপতি শিকরি রায়ের একটা বড় অংশ পাঠ করে শোনান। শীর্ষ আদালত রায়ে আরও ঘোষণা করেছে যে কেন্দ্ৰের ফ্ল্যাগশিপ আধার প্ৰকল্প সাংবিধানিক দিক থেকেও বৈধ।
Begin typing your search above and press return to search.