প্ৰচার শেষ,আগামিকাল পাঁচ কেন্দ্ৰে প্ৰথম দফার ভোট

গুয়াহাটিঃ রাজ্যে প্ৰথম দফা লোকসভা নির্বাচনের জন্য প্ৰচারের পালা ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামিকাল প্ৰথম দফায় ভোট হচ্ছে যোরহাট,ডিব্ৰুগড়,তেজপুর,কলিয়াবর ও লখিমপুরে। এই পাঁচ কেন্দ্ৰে মঙ্গলবার বিকেল ৫ টায় প্ৰচারের সমাপ্তি ঘটে। দুর্যোগপূর্ণ আবহওয়া প্ৰচারে বাধ সাধলেও এরই মধ্যে উজানে বেশকটি সমাবেশ ও রোড শো হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার না ওড়ায় মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সমাবেশ বাতিল করা হয়।
আগামিকাল সকাল সাতটা থেকে কেন্দ্ৰগুলিতে ভোটগ্ৰহণ শুরু হবে এবং শেষ হবে বিকেল ৫ টায়।
গতকাল শেষ মুহূর্ত পর্যন্ত অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,বিজেপি বিধায়ক যোগেন মোহন এবং কংগ্ৰেসের তারকা প্ৰচারক বলিউড অভিনেত্ৰী নাগমা মোরারজি প্ৰচার চালান।
হিমন্ত বিশ্বনাথে প্ৰচার চালান তেজপুর কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী পল্লবলোচন দাসের পক্ষে। কলিয়াবর কেন্দ্ৰের অগপ প্ৰার্থী মণিমাধব মহন্তের পক্ষে সামাগুড়িতেও প্ৰচার চালান হিমন্ত।
শর্মা বলেন,কংগ্ৰেস আমলে বগিবিল প্ৰকল্পটি অসমাপ্ত ছিল। ‘কিন্তু মোদির সময়ে এই প্ৰকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। নরেন্দ্ৰ মোদির জন্য তিনি জনগণের কাছে আরও একবার ভোট চান। তিনি বলেন,বিশ্ববন্দিত শিল্পী ড. ভূপেন হাজরিকাকে যোগ্য সম্মান দেওয়ার কথা কংগ্ৰেস ভাবেনি। কিন্তু বিজেপি তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করেছে।
বিজেপি বিধায়ক যোগেন মোহন যোরহাট কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী তপন কুমার গগৈর পক্ষে একটি বিশাল ই-রিকশো মিছিল বের করেন।
ওদিকে বলিউড অভিনেত্ৰী নাগমা কলিয়াবর কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী গৌরব গগৈর পক্ষে শেষ মুহূর্তে প্ৰচার চালান।