Begin typing your search above and press return to search.

প্ৰচার শেষ,রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে ভাগ্য পরীক্ষায় ৫০ প্ৰার্থী

প্ৰচার শেষ,রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে ভাগ্য পরীক্ষায় ৫০ প্ৰার্থী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 April 2019 7:44 AM GMT

গুয়াহাটিঃ রঙালি বিহুর আনন্দ,উৎসাহের মধ্যেই অসমে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের প্ৰচারের পালা শেষ হলো মঙ্গলবার বিকেল ৫ টায়। রাজ্যের পাঁচটি সংসদীয় আসনে আগামিকাল দ্বিতীয় দফায় নির্বাচন হচ্ছে। এই পাঁচটি কেন্দ্ৰ হচ্ছে নগাঁও,মঙ্গলদৈ,করিমগঞ্জ,শিলচর ও স্বশাসিত জেলা(ডিফু)। ১৮ এপ্ৰিল সকাল ৭ টায় ভোট গ্ৰহণ শুরু হচ্ছে এবং শেষ হবে বিকেল ৫ টায়। তিনজন মহিলা সহ মোট ৫০ জন প্ৰার্থীর ভাগ্য পরীক্ষা হবে আগামিকাল।

করিমগঞ্জ সংসদীয় আসনে প্ৰতিদ্বন্দ্বিতায় নেমেছেন ১৪ জন প্ৰার্থী। শিলচর কেন্দ্ৰে লড়াইয়ের ময়দানে রয়েছেন ১৩ জন। তাছাড়া মঙ্গলদৈ ১১,নগাঁওয়ে ৭ এবং স্বশাসিত জেলায়(ডিফু)৫ জন প্ৰার্থী লড়াইয়ের ময়দানে টিকে আছেন।

এই পাঁচ লোকসভা কেন্দ্ৰে মোট ৬৯,১০,৫৯২ ভোটার নিজেদের ভোটাধিকার প্ৰয়োগের সু্যোগ পাচ্ছেন। দ্বিতীয় দফায় ৮,৯৯২টি ভোট কেন্দ্ৰ থাকছে। মোট ভোটারের মধ্যে ৩৫,৫৪,৪৬৬ জন পুরুষ এবং মহিলা ৩৩,৫৫,৯৫২ জন। ১৮০ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

ডিমা হাসাও-এর জেলাশাসক অমিতাভ রাজখোয়ার মতে,নির্বাচনী কর্মীরা প্ৰত্যন্ত অঞ্চলের ৯৫টি পোলিং কেন্দ্ৰের উদ্দেশে ইতিমধ্যেই রওনা হয়ে গেছেন। ৮৭টি পোলিং কেন্দ্ৰের উদ্দেশে নির্বাচন কর্মীরা রওনা হয়েছেন মঙ্গলবার। অন্যান্য আরও ৮টি কেন্দ্ৰের উদ্দেশে নির্বাচন কর্মীরা পাড়ি দিয়েছেন সোমবার। আরও ১৪৭ কেন্দ্ৰের উদ্দেশে বুধবার রওনা হচ্ছেন নির্নাচন কর্মীরা। রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য বেশকজন হাই প্ৰোফাইল রাজনীতিক দলীয় প্ৰার্থীর পক্ষে প্ৰচার চালিয়ে গেছেন। এই তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,বিজেপির রাষ্ট্ৰীয় সভাপতি অমিত শাহ,কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী এবং কংগ্ৰেসের তারকা প্ৰচারক প্ৰিয়ঙ্কা গান্ধী ভদ্ৰা।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ,প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা এই পাঁচ কেন্দ্ৰে লাগাতার প্ৰচার চালিয়েছেন দলীয় প্ৰার্থীর পক্ষে।

মুখ্যমন্ত্ৰী সোনোয়াল মঙ্গলবার করিমগঞ্জ আসনের বিজেপি প্ৰার্থী কৃপানাথ মাল্লার পক্ষে আলগাপুর,পাথারকান্দি,বদরপুর এবং ফকিরাবাজারে নির্বাচনী সমাবেশে প্ৰচার চালান। বিজেপির শিলচর আসনের প্ৰার্থী ড. রাজদীপ রায়ের পক্ষে কাটিগড়া ও সোনাইয়েও নির্বাচনী সভা করেন তিনি।

বরাক উপত্যকা সফরকালে মুখ্যমন্ত্ৰী বলেন,‘কংগ্ৰেস এবং এআইইউডিএফ ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে তারা নির্বাচনে অবধারিত হারবে’। কংগ্ৰেস বরাকের মানুষের প্ৰতি অন্যায় করেছে অভিযোগ করে সোনোয়াল বলেন,‘৫৫ বছর শাসনে থেকে কংগ্ৰেস উন্নয়নের মোটা টাকা নয়ছয় করেছে। বিভিন্ন উন্নয়ন স্কিম রূপায়ণ না করায় সমাজের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন’। বিজেপি বরাকের দুটি আসনেই জিতবে বলে দাবি করেন তিনি।

এদিকে অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা দলগাঁও,মঙ্গলদৈ,নলবাড়ি,শিপাঝাড় এবং মঙ্গলদৈ সংসদীয় কেন্দ্ৰের অধীন কলাইগাঁওয়ে দলীয় প্ৰার্থীর পক্ষে জোর প্ৰচার চালিয়েছেন এই কদিন।

এদিকে কংগ্ৰেসের স্টার প্ৰচারক প্ৰিয়ঙ্কা গান্ধী ভদ্ৰা গত ১৪ এপ্ৰিল শিলচরে রোড শো করেছেন শিলচর কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী সুস্মিতা দেবের পক্ষে।

অন্যদিকে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ নগাঁওয়ে দলীয় প্ৰার্থী প্ৰদ্যুৎ বরদলৈর পক্ষে মঙ্গলবার রহায় প্ৰচার চালান। প্ৰদেশ কংগ্ৰেস প্ৰধান রিপুন বরা মঙ্গলদৈ কেন্দ্ৰের প্ৰার্থী ভুবনেশ্বর কলিতার পক্ষে শিপাঝাড়ে প্ৰচার চালিয়েছেন।

Next Story
সংবাদ শিরোনাম