প্ৰধানমন্ত্ৰী হবার ভাবনা কখনোই ভাবিনি,বলিউড তারকা অক্ষয়কে অকপটে বললেন মোদি

নয়াদিল্লিঃ ‘প্ৰধানমন্ত্ৰী হবো এমন ভাবনা কদাপিও মাথায় আসেনি। কারণ আমার পটভূমিতে এমন কিছুই নেই যার দৌলতে আমার মনে এমন ভাবনার উদয় হতে পারে’। বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে বুধবার এক সম্পূর্ণ অরাজনৈতিক সাক্ষাৎকার ও আলাপচারিতার সময় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির এই অকপট স্বীকারোক্তি।
সাক্ষাৎকারে মোদি বলেন,সাধারণ মানুষ এধরনের বিষয় বিশ্বাসই করতে পারেবেন না। তিনি আরও বলেন,প্ৰধানমন্ত্ৰী হওয়ার স্বপ্ন বা ভাবনা তাঁদের মনেই উদয় হতে পারে যারা একটা নির্দিষ্ট পরিবারের সবল,শক্ত পটভূমি থেকে উঠে এসেছেন। ‘কিন্তু আমার পটভূমি একেবারেই সাদামাটা পরিবারগুলোর মতো। আমার একটা ভাল চাকরি হলেই হলো। আমার মা তাতেই বেজায় খুশি হয়ে পড়শিদের গুড় বিলোতেন। এরবাইরে আমরা আর কোনও কিছু কখনোই ভাবিনি। গ্ৰামের বাইরে গিয়ে কোনওদিন কোনও কিছু আমরা দেখিনি’।
‘এই সফর যবে শুরু হয়েছে এবং দেশের মানুষ আমাকে গ্ৰহণ করেছেন, স্বাভাবিকভাবেই দায় দায়িত্বও এসেছে আমার কাঁধে। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে,প্ৰধানমন্ত্ৰী হওয়াটা একটা আস্বাভাবিক ব্যাপার,কারণ আমার জীবন ও বিশ্ব বর্তমান রাজনৈতিক পরিবেশে মানানসই নয়’।
‘আমি এটা ভেবে সবসময়ই বিস্মিত যে কিভাবে দেশ আমাকে ভালবাসলো এবং আমাকে এত কিছু দিলো’-নয়াদিল্লির ৭ নং লোককল্যাণ মার্গের বাড়িতে অক্ষয়কে একান্ত আলাপচারিতায় কথাগুলো বলেন মোদি। তিনি বলেন,একটা সময় গেছে যখন তিনি ভাবতেন হয় সন্ন্যাস জীবন কাটাবেন অথবা সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবেন। অভিনেতা,অক্ষয় দৈনন্দিন রুটিন তাঁর দায়-দায়িত্ব,আমের প্ৰতি তাঁর আসক্তি এবং তাঁর বিশ্ৰাম নেওয়ার বিষয়েও জানতে চান।
আমের প্ৰতি মোদির অকৃত্ৰিম আসক্তি সম্পর্কে কুমার প্ৰশ্ন করলে মোদি আবেগতাড়িত হয়ে পড়েন। বলেন,ছেলে বেলায় আম খাওয়া নিয়ে যে কী আনন্দই না করছেন? ‘কিন্তু প্ৰধানমন্ত্ৰীর দায়িত্ব নেওয়ার পর খাওয়া দাওয়া নিয়ে আমাকে সতর্ক থাকতে হয়’। এই সাক্ষাৎকার ও আলাপচারিতার কিছুক্ষণ আগেই ইনস্টাগ্ৰামে একটা ছোট ক্লিপ সম্প্ৰচার করা হয়। তাতে বলা হয় ৫১ বছর বয়সী অভিনেতা অক্ষয় কুমার মোদির সঙ্গে তাঁর ঘুমের সিডিউয়েল নিয়ে কথা বলছেন।
তৃতীয় দফা লোকসভা নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই কুমার টুইটারে ঘোষণা করেন তিনি প্ৰধানমন্ত্ৰীর সঙ্গে একটা অকপট ও সম্পূর্ণ অরাজনৈতিক আলাপচারিতায় মিলিত হচ্ছেন। অক্ষয় বলেন,এই কথোপকথন মোদি সম্পর্কে জানতে দর্শকদের কিছুটা হলেও সাহায্য করবে।