সোমবার রাত ১১-৩০টায় রোস্তোভ এরেনায় বিশ্বকাপের প্ৰি-কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম-জাপান। লুকাকু,ইডেন হ্যাজার্ডদের মতো তারকা সমৃদ্ধ খেলোয়াড় থাকায় জাপান কিছুটা চাপে থাকবে। তবে জাপানের হারাকুচি,সিনজি কাগওয়ারা সঠিকভাবে ঝলসে উঠতে পারলে ম্যাচের রূপ পাল্টে যেতে পারে।
Begin typing your search above and press return to search.