তামুলপুরঃ লাগাতার বৃষ্টির ফলে তামুলপুরে পাগলাদিয়া,দিমিলা,বালতি ও মাতঙ্গা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। প্ৰতিটি নদী বয়ে চলেছে বিপদ সীমার ওপর দিয়ে। পাগলাদিয়া ও দিমিলা নদীর স্কুল ছাপানো জলে চোলিকান্দা,গুয়াগুচি,অময়াপুর এবং কলাকুচি গ্ৰাম ভাসিয়ে দিয়েছে। এই সব গ্ৰামের বহু পরিবার ঘরদোর ছেড়ে চলে গেছেন নিরাপদ আস্তানায়। জলের ঝাপটায় তামুলপুর ও অময়াপুরের মধ্যে থাকা একটি সেতু ভেসে গেছে। সেতুটি ভেসে যাওয়ায় ওই দুই গ্ৰামের মানুষ চরম দুর্দশার মুখে পড়েছেন।
Begin typing your search above and press return to search.