ফের অগপ-বিজেপি আঁতাতে উদ্যোগ নিচ্ছেন কনরাড

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল নিয়ে অসম গণ পরিষদ(অগপ)দল সম্প্ৰতি বিজেপি-র সঙ্গে সম্পর্কে ছিন্ন করা সত্ত্বেও অসমে আসন্ন লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জোট গঠনে অগপ এবং বিজেপি-র একটা গোষ্ঠী আগ্ৰহ দেখানোর খবর পাওয়া গেছে। সংসদীয় নির্বাচনে প্ৰাথমিক ভাবে কংগ্ৰেসকে হারানোই জোট গড়তে চাওয়ার উদ্দেশ্য বলে আঁচ করা হচ্ছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী তথা এনপিপি সভাপতি কনরাড কে সাংমা দুই দলের মধ্যে ফের জোট গড়ার ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছেন। এই ইস্যু নিয়ে রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে একদফা আলোচনা হয়েছে কনরাডের।
এব্যাপারে মন্ত্ৰী শর্মা সাংবাদিকদের বলেন,‘আমরা অগপ-র সঙ্গে মিলেমিশেই রাজ্যে সরকার গড়েছিলাম। তবে অগপ যে মন্ত্ৰিসভা থেকে ইস্তফা দেবে সেটা আমরা কখনো ভাবিনি। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে অগপ একাই লড়েছে এবং এরফলে দুটো দলের মধ্যে দূরত্ব আরও বেড়ে গেছে’।
দলের বর্তমান অবস্থান সম্পর্কে শর্মা বলেন,‘জোট গড়া নিয়ে দুই দলের মধ্যে এখনো পর্যন্ত কোনও কার্যকরী আলোচনা হয়নি। তবে একটা শ্ৰেণি অগপ ও বিজেপি-র মধ্যে রাজনৈতিক গাঁটছড়া বাধার ব্যাপারে আগ্ৰহ দেখাচ্ছে। এমনকি মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা সোমবার আমর সঙ্গে আলোচনার সময় দুটো দলের মধ্যে নির্বাচনী সমঝোতার পক্ষেই সুপারিশ করেছেন’।
এব্যাপারে আরও স্পষ্টীকরণ দিয়ে শর্মা উল্লেখ করেন,বিজেপি-র কেন্দ্ৰীয় নেতৃত্ব রাজ্য বিজেপির সঙ্গে শলা পরামর্শ করে এই ইস্যুতে একটা সিদ্ধান্ত নিতে পারে। এবিষয়ে এরচেয়ে বেশি কিছু বলা আমার এক্তিয়ারে নেই।
ওদিকে বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস সম্প্ৰতি সাংবাদিকদের বলেছেন যে অধিকাংশ বিজেপি কর্মী লোকসভা নির্বাচনে অগপর সঙ্গে জোটে যেতে চান না। দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকেও এই মতামতই ব্যক্ত করা হয়েছে। অগপর সঙ্গে নির্বাচনী জোট গড়া নিয়ে দলীয় অবস্থানের কথা সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে জানানো হয়েছে।
অগপর তিনমন্ত্ৰী দল সভাপতি অতুল বরা,কেশব মহন্ত এবং ফণীভূষণ চৌধুরী নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্ৰতিবাদ জানিয়ে জানুয়ারির প্ৰথম সপ্তাহে সরকার থেকে ইস্তফা দিয়েছিলেন। অগপর তিন মন্ত্ৰী সরকার থেকে সরে দাঁড়ালেও তাদের পদত্যাগ পত্ৰ মুখ্যমন্ত্ৰী আজ অবধি রাজ্যপালের কাছে দাখিল করেননি। বিধানসভার চলতি বাজেট অধিবেশনেও অগপ সদস্যরা বিরোধী আসনেই বসেছেন।