ফের নাগরিকত্ব বিল আনার কথা বলায় অমিত শাহর নিন্দা করলো নেসো

গুয়াহাটিঃ আসন্ন লোকসভা নির্বাচনের পর কেন্দ্ৰের ক্ষমতায় এলে নাগরিকত্ব(সংশোধনী)বিল ফের আনা হবে বলে বিজেপি সভাপতি অমিত শাহ সম্প্ৰতি লখিমপুরের সমাবেশে যে বিবৃতি দিয়েছেন তার নিন্দা করেছে উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)। ‘এই অঞ্চলের মানুষের আবেগ-অনুভূতি এবং স্থানীয় ভূমিপুত্ৰদের কল্যাণের প্ৰতি বিজেপির যে বিন্দুমাত্ৰ ভ্ৰুক্ষেপ নেই অমিত শাহর ওই বিবৃতিতে তারই স্পষ্ট প্ৰতিফলন দেখা যাচ্ছে।
হিন্দুত্ববাদের উদ্দেশ্য পূরণে অবৈধ বাংলাদেশিদের এই অঞ্চলে ঠাঁই দিয়ে স্থানীয়দের সংখ্যালঘুতে পরিণত করাই বিজেপি-র মোক্ষম উদ্দেশ্য’। নেসোর চেয়ারম্যান ও সেক্ৰেটারি জেনারেল ক্ৰমে স্যামুয়েল বি জিরওয়া এবং সিনাম প্ৰকাশ সিং সোমবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে একথা বলেন। বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে,নেসো কখনোই ওই কালো বিলটি মেনে নেবে না। স্থানীয় ভূমিপুত্ৰদের অস্তিত্ব,সংস্কৃতি ও ভাষার সুরক্ষায় বিজেপির এই কু অভিসন্ধি বানচাল করার জন্য নেসো এই অঞ্চলের স্থানীয় মানুষের প্ৰতি আহ্বান জানিয়েছে। অন্যদিকে,সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)বলেছে,অমিত শাহর বিবৃতি বেপরোয়া,এটা ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া আর কিছু নয়।