রাজ্যবাসী ২৪ ঘন্টা নিয়মিত বিদ্যুৎ সরবরাহ পাক চাই না পাক ,কিন্তু বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চাই। রাজ্যে ফের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হবে। ২০১৯ সালের জানুয়ারি থেকে বৃদ্ধি হবে এই মাসুল। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি জোট সরকার এই পরিকল্পনা করছে বলে জানা গেছে। প্রতি ইউনিটে ৭.৩৬ টাকার পরিবর্তে বর্ধিত এই মাসুল হবে ৮.১০ টাকা। ৯.৯ শতাংশ বৃদ্ধি পাবে প্রতি ইউনিটে। উল্লেখ্য ,ইতিমধ্যে মাসুল বৃদ্ধি সংক্রান্তে যাবতীয় অনুমোদন লাভ করেছে। এদিকে ,সরকারের এহেন সিদ্ধান্তে রাজ্যজুড়ে বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে এনিয়ে রাজ্যের বিভিন্ন দল সংগঠন এখন কি পদক্ষেপ নেয় সেটাই হবে লক্ষ্যণীয়।
Begin typing your search above and press return to search.