Begin typing your search above and press return to search.

বগিবিল সেতু নির্মাণে বিজেপি-র কোনও অবদান নেইঃ তরুণ গগৈ

বগিবিল সেতু নির্মাণে বিজেপি-র কোনও অবদান নেইঃ তরুণ গগৈ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 Dec 2018 7:33 AM GMT

দেশের সবথেকে বড় রেল-কাম ব্রিজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৫ কিমি দীর্ঘ এই ব্রিজ একদিকে অসম অন্যদিকে অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে। দীর্ঘ ২১ বছরের স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। মোদীর আমলেই তা হয়েছে বলে ইতিমধ্যে তা নিয়ে কৃতিত্ব আদায়ে নেমে পড়েছেন বিজেপি নেতা কর্মীরা। কিন্তু তাতেই আপত্তি বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের। তাঁর মতে, এই ব্রিজ তৈরির ক্ষেত্রে কোনও অবদানই নেই বিজেপি সরকারের। শুধু নাম কামানোর জন্যেই এভাবে কৃতিত্ব মোদী নিচ্ছেন বলে অভিযোগ তাঁর।

প্রবীণ এই কংগ্রেস নেতা টুইটে অভিযোগ করেছেন যে বিজেপি সরকারের এই বিষয়ে কোনও অবদান ছিল না। এই বিষয়ে তিনিই নাকি বিজেপি সরকারকে জানিয়েছিলেন। একই সঙ্গে কাজ শুরুর জন্যেও আবেদন জানিয়েছিলেন বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তাঁর কথাতেই বগিবিল ব্রিজের কাজ ফের শুরু হয়েছে বলেও দাবি করেছেন তিনি।শুধু তাই নয়, ব্রিজের গুরুত্বপূর্ণ অংশের কাজ কংগ্রেস আমলেই শেষ হয়েছিল বলে দাবি তরুণ গগৈয়ের।

আর এজন্যে পুরোটাই মনমোহন সিংয়ের কৃতিত্ব বলে টুইটে দাবি করেছেন তিনি। যদিও তাঁর এই অভিযোগ নিয়ে স্পিকটি নট বিজেপি নেতৃত্ব।শুধু তাই নয়, ব্রিজের গুরুত্বপূর্ণ অংশের কাজ কংগ্রেস আমলেই শেষ হয়েছিল বলে দাবি তরুণ গগৈয়ের। আর এজন্যে পুরোটাই মনমোহন সিংয়ের কৃতিত্ব বলে টুইটে দাবি করেছেন তিনি। যদিও তাঁর এই অভিযোগ নিয়ে স্পিকটি নট বিজেপি নেতৃত্ব।দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার (৪.৯৪)। খরচ হয়েছে ৫৯২০ কোটি টাকা। ২১ বছর আগেকার সেই ভিত্তিপ্রস্তর থেকেই ধীরে ধীরে ব্রহ্মপুত্রের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়েছে বগিবিল ব্রিজ। আর এবার সম্পূর্ণ প্রস্তুত দেশের সবচেয়ে দীর্ঘ দোতলা ব্রিজ।

Next Story
সংবাদ শিরোনাম