Begin typing your search above and press return to search.

বটদ্ৰবায় ভর দুপুরে চোরের দৌরাত্ম্য

বটদ্ৰবায় ভর দুপুরে চোরের দৌরাত্ম্য

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 Oct 2018 11:48 AM GMT

নগাঁও জেলার বটদ্ৰবা থানার অধীন বিভিন্ন গ্ৰামাঞ্চলে গত কিছুদিন ধরে গবাদি পশু চুরি এবং মহিলাদের গলা থাকে হার ছিনিয়ে নেওয়ার ঘটনা খবরের শিরোনাম দখল করার মধ্যেই সোমবার দিনদুপুরে বটদ্ৰবার দৌল মন্দিরের কাছে একজন গৃহস্থের বাড়ি থেকে চোর সর্বস্ব লুট করে নিয়ে যায়।

ঘটনার বিবরণে প্ৰকাশ,বটদ্ৰবার শলগুড়ি সত্ৰের বাসিন্দা তথা একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ বর্গের করণিক উপেন কাকতির বাসগৃহের পিছন দিকে ভেন্টিলেটার দিয়ে ঘরে ঢুকে চোর গডরেজের লকার খুলে পাঁচটি সোনার আংটি,দুটো সোনার হার,২টি এনরোয়েড মোবাইল,কয়েক জোড়া পাট-মুগার বস্ত্ৰ,নগদ অর্থ ছাড়াও রান্না ঘর থেকে ১০ জোড়া কাসার বাটি নিয়ে পিছনের গ্ৰিল খুলে পালিয়ে যায়। বিকেলের দিকে কাকতির শিক্ষয়িত্ৰী পত্নী স্কুল থেকে ফিরে সামনের গ্ৰিলের দরজা খুলে ভিতরে ঢোকা মাত্ৰই ঘটনার সবিশেষ প্ৰকাশ্যে আসে। সঙ্গে সঙ্গেই হইচই শুরু হয়। পরে স্থানীয় লোকেদের সাহায্যে পুলিশকে খবর দেওয়ার পর সন্ধ্যা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে না আসায় অঞ্চলটিতে ব্যাপক প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়। পুলিশের নিষ্ক্ৰিয় ভূমিকায় বেজায় ক্ষুদ্ধ স্থানীয় লোকেরা। পুলিশের এই নীরবতা ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।

Next Story