শিলচরঃ বরাক উপত্যকায় বন্যায় যে সব ক্ষতিগ্ৰস্তের কৃষি জমির ফসল নষ্ট হয়েছে এবং গবাদি পশু ভেসে গেছে তাদের সাহায্যে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ১০০ কোটি টাকা মঞ্জুর করেছেন। স্ল্যুইচ গেটগুলির আধুনিকীকরণ এবং বরাক উপত্যকায় বাঁধের ব্যবস্থাও জোরদার করতেও অর্থ ব্যয় করা হবে। দুদিনের সফরকালে মুখ্যমন্ত্ৰী উপত্যকার তিন জেলা পরিদর্শন করেন। পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বরাকের সার্বিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। ক্ষতিগ্ৰস্ত বাঁধগুলিও পরিদর্শন করেন তিনি। ত্ৰাণ শিবিরে গিয়ে দুর্গতদের খোঁজ খবরও নেন।
Begin typing your search above and press return to search.