Begin typing your search above and press return to search.

বরাকের কয়লা কেলেংকারির তদন্তের দায়িত্ব সিবিআইকে দিচ্ছে দিশপুর

বরাকের কয়লা কেলেংকারির তদন্তের দায়িত্ব সিবিআইকে দিচ্ছে দিশপুর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 July 2018 4:08 PM GMT

বরাক উপত্যকায় কয়লা কেলেংকারির তদন্ত ভার কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরোর(সিবিআই)হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিশপুর।মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার কেলেংকারির তদন্তের ভার সিবিআই-র হাতে সঁপে দেওয়ার জন্য প্ৰয়োজনীয় পদক্ষেপ নিতে মুখ্যসচিব ও গৃহ বিভাগের কর্তাদের নির্দেশ দিয়েছেন।কয়লা সিন্ডিকেট রাজ রাজ্যে সক্ৰিয় নয় বলে দিশপুর বার বার দাবি করা সত্ত্বেও কয়লা চোরাচালানকারী আব্দুল আহাদকে গ্ৰেপ্তার ও তার ডায়েরি বাজেয়াপ্ত করার পর রাজ্যে কয়লা সিন্ডিকেটের মুখোশ খুলে গেছে।আহাদের বিরুদ্ধে বেশকটি ফৌজদার মামলা ঝুলছে।

Next Story